জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে নিখিলের চরিত্রে বহুদিন ধরেই জমিয়ে পাঠ করছেন নীল । অন্যদিকে, ‘খড়কুটো’ ধারাবাহিকের গুনগুন ওরফে তৃণাও দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয় । দুই জনপ্রিয় টেলি-তারকা চুটিয়ে প্রেম করেছেন প্রায় ১০ বছর । অবশেষে তাঁদের চার হাত এক হয়েছে । বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশনের পর জীবনে আরও একটি অধ্যায় শুরু হয়েছে তাঁদের । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছেন এই সেলেব দম্পতি ।
advertisement
ফলে সব কিছু মিলিয়েই নীল-তৃণা জুটি যেন হট কেক । তাঁদের নতুন গল্প, ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলে তা ভারাল হতে সময় নেয় না । এ বার নীল পোস্ট করলেন তাঁদের হনিমুন ডায়রির মজার একটি ভিডিও । সেখানে ইনস্টা রিলে নীলকে দেখা যাচ্ছে তৃণার সঙ্গে খুনসুটি করতে । সঙ্গে বাজছে ইমরান হাসমির ‘লুট গ্যায়ে’ গানটি । আর তৃণা দাঁড়িয়ে রয়েছেন মডেল সেজে । নীল সেই ম্যানিক্যুইনের সঙ্গেই রোম্যান্স করছেন । মাত্র ১ ঘণ্টায় ৮ হাজারের কাছাকাছি লাইকস সংগ্রহ করে নিয়েছে এই পোস্টটি ।