TRENDING:

Neel-Trina: শ্যুটিং ফেলে হঠাৎই শহর থেকে উধাও হয়ে গেলেন নীল-তৃণা! ব্যাপারটা কী?

Last Updated:

দু’জনেই শ্যুটিং নিয়ে বড়ই ব্যস্ত । রাতদিন এক করে চলছে ধারাবাহিকের কাজ । কিন্তু তার মধ্যেও শহর থেকে বেপাত্তা হয়ে গেলেন নীল-তৃণা (Neel-Trina)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : টেলি-টলি জগতে এই মুহূর্তের অন্যতম সেরা জুটি নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা (Trina Saha)। প্রেমিক যুগল থেকে দম্পতি হয়েছেন গত ফেব্রুয়ারিতে। একেবারে দিন-ক্ষণ দেখে প্রেম দিবসেই রাজকীয় রিসেপশন পার্টি রেখেছিলেন 'তৃনীল' (TriNeel)। রাজকীয় রিসেপশন হয়েছিল বিয়ের প্রায় ১০ দিন পরে। কাজের চাপ সামলে হনিমুনে যেতে যেতে আরও প্রায় মাস দুয়েক । এপ্রিল মাসে বন্ধুবান্ধবের সঙ্গে দল বেঁধে পাহাড় ভ্রমণে বেড়িয়েছিলেন টলিপাড়ার অন্যতম হ্যাপেনিং কাপল । তারপর কলকাতায় ফিরে এসে ফের নিজেদের কাজে মন দিয়েছিলেন ।
advertisement

বর্তমানে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে নিখিলের চরিত্রে চুটিয়ে অভিনয় করছেন নীল । আর অন্যদিকে, ‘খড়কুটো’ ধারাবাহিকে তৃণা এখন সকলের প্রিয় ‘গুণগুণ’ । দু’জনেই শ্যুটিং নিয়ে বড়ই ব্যস্ত । রাতদিন এক করে চলছে ধারাবাহিকের কাজ । কিন্তু তার মধ্যেও মাঝেমধ্যেই মনটা আমাদের ব্যস্ত জীবন থেকে ছুটে পালাতে চায় । তাই শত ব্যস্ততার মধ্যেও পরিচিত গণ্ডী ছেড়ে পাড়ি জামানো যায় অন্য কোনও অচেনা জগতে ।

advertisement

তাই কাজের ফাঁকে নীল-তৃণাও পাড়ি দিয়েছেন গোয়ায় । করোনার বিধিনিষেধ একটু আলগা হতেই এখন অনেক ট্যুরিস্ট স্পটই খুলে গিয়েছে । ভ্যাকসিনের সার্টিফিকেট থাকলে আর কোনও নিষেধ নেই । আর এই বর্ষায় সমুদ্র রানি গোয়ার সৌন্দর্য্য তো ভাষায় প্রকাশ করা যায় না । বন্ধু-বান্ধবদের সঙ্গে তাই ছুটি কাটাতে গোয়ার সৈকতে উড়ে গেলেন দু’জনে । আর সেখান থেকে একের পর এক ছবি আর ভিডিও উপহার পাঠালেন ফ্যানদের জন্য ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Neel-Trina: শ্যুটিং ফেলে হঠাৎই শহর থেকে উধাও হয়ে গেলেন নীল-তৃণা! ব্যাপারটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল