TRENDING:

Mithai: শ্রীদেবী’র ‘হাওয়া হাওয়াই’ লুকে হাজির মিঠাই! নতুন প্রোমো-তে মারাত্মক চমক

Last Updated:

সম্প্রতি সামনে এসেছে ‘মিঠাই’ (Mithai)-এর নতুন প্রোমো । আর সেখানেই বড়সড় ধামাকা অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলা ধারাবাহিকে এখন অপ্রতিরোধ্য ‘মিঠাই’ (Mithai)। শীর্ষস্থানে সর্বদাই বিরাজমান । জনপ্রিয়তায় এখন ধরাছোঁয়ার বাইরে এই ধারাবাহিক । টিআরপি তালিকায় তাঁকে এখন পিছনে ফেলার সাধ্য কারও নেই । সন্ধে হলেই বাঙালির ঘরে ঘরে এখন ‘মিঠাই’ ছাড়া চায়ের আসর জমে না । ‘মনোহরা’র সদস্যদের কার্যকলাপে মুখরিত হয়ে থাকে সিরিয়ালপ্রেমী বাঙালির ড্রয়িংরুম ।
advertisement

এখন সেখানে মিঠাই আর উচ্ছেবাবুর নতুন সংসার শুরু হয়েছে । এক মাসের সংসারে সিদ্ধার্থ’র নতুন চ্যালেঞ্জ । সাংসারিক জীবন কাটিয়েও সে প্রমাণ করে দেবে, বিয়ে নামক ইনস্টিটিউশনটা’কে সে বিশ্বাস করে না । অন্যদিকে, স্বামী-স্ত্রী’র অভিনয় করছে শ্রীতমা আর রাতুল । তাঁদের মধ্যে আজীবন বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত হয়েছে । কিন্তু সকলেই চেষ্টা করছে মিঠাই-সিড, আর শ্রী-রাতুলের সম্পর্ককে স্বাভাবিক করে তুলতে ।

advertisement

আর সেই উদ্দেশ্যেই এ বার ‘হল্লা পার্টি’র নতুন বেশ ধারণ । ছদ্মবেশে পর্দায় হাজির হতে চলেছে সিদ্ধার্থ ও তাঁর টিমের সদস্যরা । সম্প্রতি সামনে এসেছে ‘মিঠাই’-এর নতুন প্রোমো । আর সেখানেই বড়সড় ধামাকা অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য । নতুন এই ট্যুইস্টের প্রোমো-টি প্রকাশ্যে আসতেই রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে । সেখানে দেখা যাচ্ছে, সিদ্ধার্থ, স্যান্ডি, নন্দা, মিঠাই সকলেই ছদ্মবেশ ধারণ করেছে । মিশন ‘শ্রী ও রাতুলের বিয়ে বাঁচানো’ । অদৃত ও নন্দা সেজেছে কাস্টমার। স্যান্ডি সেজেছে পাঞ্জাবি ওয়েটার। আর চমকে দিয়েছে খোদ মিঠাই । শ্রীদেবী-অনিল কাপুরের জনপ্রিয় সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’তে শ্রীদেবীর ‘হাওয়া হাওয়াই’ সাজে দেখা গিয়েছে মিঠাই রানিকে । মিঠাইয়ের এই লুক দেখে প্রায় ভিরমি খাওযার জোগাড় উচ্ছেবাবুর । নতুন প্রোমো দারুণ পছন্দ হয়েছে দর্শকদেরও ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithai: শ্রীদেবী’র ‘হাওয়া হাওয়াই’ লুকে হাজির মিঠাই! নতুন প্রোমো-তে মারাত্মক চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল