TRENDING:

Tonni Roy Viral Video: হলুদ পোশাকে মনের সুখে নাচছেন তোর্সা ওরফে তন্বী রায়, সঙ্গী সৌমিতৃষা! ভিডিও ভাইরাল

Last Updated:

নাচের ভিডিও ভাইরাল (Mithai Viral Video)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হলুদ রঙের গাউন পরে মনের আনন্দে নাচছেন মিঠাই ধারাবাহিকের তোর্সা বা টিস (Tis) ওরফে তন্বী রায় (Tonni Roy)৷ একটি জমাটি সুরের সঙ্গে তিনি কোমর দোলাচ্ছেন৷ এভাবে মাঝে মধ্যেই তাকে নাচতে দেখা যায়৷ কখনও নিজের বাড়িতে বা কখনও খোলা রাস্তায় নেচে ওঠেন তন্বী রায়৷ কিন্তু এই ভিডিওতে তাঁর সঙ্গী মিঠাই ওরফে সৌমিতৃষা! ভাবলেও তো অবাক লাগে৷ অনস্ক্রিন একে অপরের প্রতিদ্বন্দ্বী আর তারাই কিনা একসঙ্গে নাচছেন (Viral Video)!
advertisement

মিঠাইয়ের যেন চির শত্রু টিস! সিদ্ধার্থে ভালবাসে টিস৷ সিডের বন্ধু তোর্সা চায় সিডকে বিয়ে করতে৷ সেই স্বপ্নেই বিভোর সে৷ আর এর মাঝেই চলে আসে মিঠাই৷ মিঠাইকেই মোদক বাড়ির সকলে পছন্দ করেন৷ আর এটাই তোর্সার রাগের কারণ৷ অন্যদিকে সিদ্ধার্থও ধীরে ধীরে মিঠাইয়ের প্রতি দুর্বল হচ্ছে৷ তবে সেটা সে যেন নিজেও বোঝে না৷ এর মধ্যেই তোর্সা ও তার মায়ের চালে বিবাহবিচ্ছেদ ঘোষণা হয়েছে মিঠাই-সিদ্ধার্থের৷ কিন্তু সত্যিই মিঠাইকে ছেড়ে থাকবে পারবে সিদ্ধার্থ? সিদ্ধার্থ- তোর্সার বিয়ে হবে? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে৷ আর এভাবে এগোচ্ছে গল্প৷ প্রতিবারই মিঠাই থাকছে টিআরপির হিট লিস্টে৷ সব বাংলা ধারাবাহিককে টপকে মিঠাই থাকছে ১ নম্বরে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

মিঠাই আর তোর্সার অনস্ক্রিন টক্কর থাকুক না কেন, বাস্তেব দু’জনের দারুণ দোস্তি৷ শ্যুটিং-র মাঝে একে অপরের সঙ্গে সময় কাটান সৌমিতৃষা ও তন্বী রায়৷ দু’জনে একসঙ্গে মজাও করেন৷ এভাবে মজা করতে করতেই তৈরি করে ফেললেন এই ভিডিওটা৷ একসঙ্গে নাচলেন দু’জনে৷ ব্যস, ভিডিও ভাইরাল৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tonni Roy Viral Video: হলুদ পোশাকে মনের সুখে নাচছেন তোর্সা ওরফে তন্বী রায়, সঙ্গী সৌমিতৃষা! ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল