মিঠাইয়ের যেন চির শত্রু টিস! সিদ্ধার্থে ভালবাসে টিস৷ সিডের বন্ধু তোর্সা চায় সিডকে বিয়ে করতে৷ সেই স্বপ্নেই বিভোর সে৷ আর এর মাঝেই চলে আসে মিঠাই৷ মিঠাইকেই মোদক বাড়ির সকলে পছন্দ করেন৷ আর এটাই তোর্সার রাগের কারণ৷ অন্যদিকে সিদ্ধার্থও ধীরে ধীরে মিঠাইয়ের প্রতি দুর্বল হচ্ছে৷ তবে সেটা সে যেন নিজেও বোঝে না৷ এর মধ্যেই তোর্সা ও তার মায়ের চালে বিবাহবিচ্ছেদ ঘোষণা হয়েছে মিঠাই-সিদ্ধার্থের৷ কিন্তু সত্যিই মিঠাইকে ছেড়ে থাকবে পারবে সিদ্ধার্থ? সিদ্ধার্থ- তোর্সার বিয়ে হবে? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে৷ আর এভাবে এগোচ্ছে গল্প৷ প্রতিবারই মিঠাই থাকছে টিআরপির হিট লিস্টে৷ সব বাংলা ধারাবাহিককে টপকে মিঠাই থাকছে ১ নম্বরে৷
advertisement
মিঠাই আর তোর্সার অনস্ক্রিন টক্কর থাকুক না কেন, বাস্তেব দু’জনের দারুণ দোস্তি৷ শ্যুটিং-র মাঝে একে অপরের সঙ্গে সময় কাটান সৌমিতৃষা ও তন্বী রায়৷ দু’জনে একসঙ্গে মজাও করেন৷ এভাবে মজা করতে করতেই তৈরি করে ফেললেন এই ভিডিওটা৷ একসঙ্গে নাচলেন দু’জনে৷ ব্যস, ভিডিও ভাইরাল৷