শিলাদিত্যর 'একটি তারা'-এ অভিনয় করেছেন পায়েল সরকার এবং শুভ্র এস দাস৷ । এখানে নায়িকাকে দেখা যাবে তাঁর নিজের চরিত্রে৷ একজন তারকা ও তাঁর ভক্তের কথোপকথন হয় ভিডিও কলের মাধ্যমে । কারণ ছবির গল্প অনুযায়ী এরাই বেঁচে রয়েছেন করোনা পরবর্তী সময়ে। তাই এদের কাছে একে অন্যের সঙ্গে কথা বলা ছাড়া আর কোনও উপায় নেই ।
advertisement
'মানুষ দীর্ঘ সময় একা থাকলে তার মধ্যে মানসিকভাবে অনেক পরিবর্তন আসে । এখন আমরা গৃহবন্দি। না হলে কিন্তু এটা কোনওদিন উপলব্ধি করতাম না। পৃথিবীটা হঠাৎ করে ছোটো হয়ে গিয়েছে, অনেক রকম মানসিক বিকৃতি হতে পারে। আমরা সেই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়তে পারি কিনা, সেই উত্তর অনুসন্ধান করছি। আরও একটি বিষয় অনেক কিছুই তার মূল্য হারিয়েছে আমাদের কাছে। সে গুলোর মূল্য এখন বেড়ে গিয়েছে। হারিয়ে যাওয়া বন্ধুকে মনে পড়ে। মনুষ্যত্বের গুরুত্ব আজ আবার বেড়ে গিয়েছে।' বক্তব্য পরিচালকে শিলাদিত্য মৌলিকের।
