আরও পড়ুন Aparajita Apu Viral: ভোল বদলে মেজো বৌদি ওরফে সুস্মিতা নাচছেন দুই দেওরের সঙ্গে! দুরন্ত ভাইরাল ভিডিও
খড়কুটো ধারাবাহিকে গুনগুন সৌজন্যকে ছেড়ে দ্বিতীয় বিয়েতে রাজি হয়েছে৷ আর একেই এক মোক্ষম চাল হিবেসে ব্যবহার করতে চান তার বাবা৷ কারণ তিনি জানেন যে, তার মেয়ে সৌজন্যকেই ভালবাসে এবং তাকে ছাড়া থাকতে পারবে না৷ তবে মেয়ের মুখ দিয়েই সেটা স্বীকার করাতে চান তিনি৷ আর গুনগুনও ঠিক নিজের মনের কথা বুঝতে পারে না৷ তাই তো ফার্স্ট ক্লাস পেয়ে পাস করার পরও সে বুঝতে পারে না আদতে তার মনের মানুষ সৌজন্য কিনা৷ যদিও বাড়ির সকলে প্রায় বুঝে যায় গুনগুনের বাবার চাল৷ তাই তো বিয়েতে তারা খুব মজা করতে করতেই পৌঁছে যায়৷ আর শেষ পর্যন্ত সেখানেই মিল হচ্ছে গুনগুন-সৌজন্যের৷ যা দেখার জন্য এতদিন বসে ছিল দর্শক৷
advertisement
তবে বিয়ের সাজে আবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই তৃণা সাহার বধূবেশে ছবি হিট৷ কিছু দিন আগেই বাস্তবে বিয়ে সেরেছেন তৃণা-নীল৷ তাই সেই বিয়ের ছবি এখনও পুরনো হয়নি৷ তার মধ্যেই আবার শ্যুটিং-এর জন্য বৌ-সাজ! আর শুধু তিনি সাজলেন না, অনস্ক্রিন মাকে নিয়ে নাচলেনও৷ আর সেই ভিডিও ভাইরাল৷ দেখুন৷