জাজমেন্টাল হ্যায় কেয়া ছবির ট্রেলার নিয়ে তাপসী পান্নুর করা মন্তব্য নিয়েই শুরু হয়েছিল ট্যুইট যুদ্ধ৷ কঙ্গণার বোন রঙ্গোলি জানিয়েছিলেন যে তাপসী কঙ্গণাকে নকল করেন৷ সেই ট্যুইট যুদ্ধ সামিল হয়ে বিক্রম তাপসীর পাশে দাঁড়ান৷ তাপসীর পাশাপাশি কঙ্গণারও প্রশংসা করেন তিনি৷ তবে তিনি লেখেন যে কঙ্গণার বোন রঙ্গোলি জীবনে কিছুই করেননি, তাই দুই দাপুটে অভিনেত্রী কঙ্গণা ও তাপসীকে নিয়ে বলার কোনও অধিকার নেই তার৷ রঙ্গোলিকে শাট আপ বলেন বিক্রম৷ এই বিষয়ে রঙ্গোলির চুপ করে যাওয়াই উচিৎ বলে মন্তব্য করেন বিক্রম৷
advertisement
আরও পড়ুননতুন মোড়কে পুরনো গান শহর কি লড়কি! দেখা মিলল এই বয়সের সুনীল শেট্টি ও রবিনার, দেখুন
এরপরই বিক্রমকে এক হাত নেন রঙ্গোলি৷ তিনি বলেন যে নিজের কথা বলার অধিকার সকলের আছে৷ তিনি প্রশ্ন করেন যে বিক্রম কে তাকে চুপ করানোর? তিনি নিজের ট্যুইটে যা তাঁর ইচ্ছে লিখতে পারেন৷ তিনিও পাল্টা লিখবেন, এটাই গণতন্ত্রের নিয়ম৷ উল্লেখ্য কাঙ্গণার নিজের কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই৷ তার মুখপাত্র বোন রঙ্গোলি৷