আরও পড়ুন Viral Video: মিঠাই ওরফে সৌমিতৃষার সঙ্গে কী করছে কৃষ্ণকলির ছেলে শিবা ওরফে অধিরাজ! ভিডিও ভাইরাল
সিরিয়ালে নবাগতা অ্যানমেরির বিপরীতে দেখা যাচ্ছে অভিজ্ঞ হানি বাফনাকে। প্রমথা কাদম্বিনীতে হানি-কে দেখেছে দর্শক। এবার হানি-অ্যানমেরি জুটির রসায়ন দর্শকদের মন্দ লাগছে না। বাংলা ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করলেও, অ্যানমেরি পুরোপুরি বাঙালি নন৷ তিনি অর্ধেক বাঙালি অর্ধেক মালায়লি৷ তবে বড় হয়েছেন বাংলায়৷ বাংলা ও মালায়লি, দুটি ভাষাই বলতে পারেন অ্যানমেরি৷ দীর্ঘদিন তিনি যুক্ত মডেলিং-এর সঙ্গে৷ সেখানে থেকেই অভিনয় জীবনে প্রবেশ৷ তিনি নাচতেও ভালবাসেন৷ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজেকে ডান্সার ও কোরিওগ্রাফার হিসেবে পরিচয় দিয়েছেন বীণাপানি ওরফে অ্যানমেরি৷ তাই তো নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে মাঝে মধ্যেই নাচের ভিডিও পোস্ট করেন অভিনেত্রী৷ দারুণ নাচেন তিনি৷
advertisement
এবার তেমনই এক ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দিলেন অ্যানমেরি৷ পুরনো হিন্দি ছবির জনপ্রিয় গান আজিব দাস্তা হে ইয়ে-র সঙ্গে খুব সুন্দর অভিব্যক্তি ফুটে উঠল অভিনেত্রী৷ আর স্ক্রিনও থাকল সাদা-কালো৷ ফলে বোঝার উপায় থাকল না যে অ্যানমেরি নাকি অন্য কেউ! এতেই খুব মজা পেলেন দর্শক৷ দেখুন গ্রামের রানি বীণাপানি ওরফে অ্যানমেরি টমের ভাইরাল ভিডিও৷