মৃত্যুর কয়েক মাস আগে এই ছবির ডাবিং শেষ করেছিলেন উত্তম কুমার। এই হিন্দি থ্রিলার ছবিতে একজন সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করেছিলেন মহানায়ক। সিরিয়াল কিলারের চরিত্রটি ছিল হুইলচেয়ারে বসা। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮১ সালে। প্রায় ১০ সপ্তাহ কলকাতার এলিট সিনেমা হলে চলেছিল। কিন্তু অন্য কোনও শহরে ছবিটি সেভাবে চলেনি। ছবিতে ছিল না কোনও গান, মেলোড্রামা বা তারকা নায়িকা। তথাকথিত মেনস্ট্রিম ছবি ছিল না এটি। সেই কারণেই ছবিটি ভালো চলেনি বলে জানা যায়। অন্য ধারার ছবি হিসেবেই ধরা হয় প্লট নাম্বার ৫-কে।
advertisement
প্লট নাম্বার ৫ এর ডাবিং শেষ করে কলকাতায় ফিরেছিলেন তিনি। এর পরে ওগো বধূ সুন্দরী ছবির একটি শট দিতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেই মুহূর্তেই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। প্লট নাম্বার ৫ এর শ্যুটিং ১৯৭৮ এ হলেও, ছবিটি অবশেষে মুক্তি পায় ১৯৮১ সালে। এই ছবিতে উত্তম কুমার ছাড়াও ছিলেন অমল পালেকর ও আমজাদ খান। এছাড়াও অভিনয় করেছিলেন প্রদীপ কুমার, সারিকা, বীজু খোটে, বিদ্যা সিনহা। এই ছবির আরও একটি বিশেষ দিক হল, কোনও গান না থাকলেও ছবির আবহসঙ্গীত তৈরি করেছিলেন সলিল চৌধুরী।