দিলীপ ঘোষের দাবি, মানুষের সঙ্গে প্রতারণা করে চলেছেন নুসরত জাহান তার উচিত সাংসদ পদ ছেড়ে দেওয়া। না হলে তৃণমূলের তাঁকে দল থেকে বহিষ্কার করা উচিৎ। দিলীপ ঘোষ বলেন, ‘নুসরত জাহানের উচিত অবিলম্বে সাংসদ পদ থেকে পদত্যাগ করা। সিঁদুর পরে নিজেকে বিবাহিত দাবি করে ভোটে জিতলেন। তারপর এখন বলছেন বিয়ে হয়নি। মিথ্যা কথা বলে নুসরত জাহান প্রতারণা করছেন। মানুষের সঙ্গে এমন প্রতারণা করার অধিকার নেই নুসরত জাহানের।’
advertisement
উল্লেখ্য, নুসরত জাহানের সাংসদ পদ খারিজের বিষয়ে লোকসভার স্পিকারের কাছে আর্জি জানিয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য। বিজেপির দাবি, লোকসভার ওয়েবসাইটে নুসরত জাহান তথ্য দিয়েছেন তিনি বিবাহিত। শপথ নেওয়ার সময়ও তিনিন জানান তিনি বিবাহিত। নিজের নাম বলেন নুসরত জাহান রুহি জৈন। কিন্তু এখন বলছেন, তাঁর নাকি বিয়ে হয়নি। তাই যদি হয়, তাহলে মিথ্যা কথা বলে শপথ নিয়েছেন। মানুষকে বিভ্রান্ত করছেন। তাই অবিলম্বে তাঁর সাংসদ পদ খারিজ করা উচিৎ।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে নুসরত জাহান। সন্তানসম্ভবা নুসরত জাহান। অথচ নুসরত জানান, ‘নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয়নি তাঁর। সহবাস করছিলেন তাঁরা। ৬ মাসের বেশি সময় একসঙ্গে আর থাকেন না তাঁরা। তুরস্কের টাসকানিতে তাঁদের যে বিয়ের অনুষ্ঠান হয়েছিল তা এ দেশে আইনত সিদ্ধ নয়।’ উল্লেখ্য, খুব তাড়াতাড়ি মা হতে চলেছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan Pregnant)। সম্ভবত আগামী সেপ্টেম্বরেই প্রথমবার মা হবেন তিনি। ইতিমধ্যেই নিজের বেবি বাম্পের ছবি সোশ্যাল মিড়িয়ায় শেয়ার করেছেন তিনি।