অনেকগুলি ছবি একসঙ্গে করে ফেলেছেন তাঁরা ৷ ইদানিং দেবর ছবি মানেই তাতে রুক্মিণী মাস্ট ! এদের জুটি মনে ধরেছে দর্শকদের ৷ তবে তারও আগে এই জুটির দু’জনের দু’জনকে মনে ধরেছে ৷ ভ্যালেন্টাইস ডে-তে আরও একবার সেই বার্তাই এল সামনে ৷ ঘোষণা হল তাদের নতুন ছবি কিডন্যাপের ৷ রাজা চন্দ পরিচালিত এই ছবির ফার্স্টলুক এল সামনে ৷ একেবারে যেন প্রেমে হাবুডুবু খাচ্ছেন দেব-রুক্মিণী ৷ লাভারবয় হিসেবে চিরকালই দেবকে পছন্দ করেছে দর্শক ৷ এবারও সেই একইভাবে প্রেমিক দেবকে দেখা যাবে স্ক্রিন জুড়ে ৷ রোম্যান্স করবেন রুক্মিণীর সঙ্গে ৷
advertisement
আরও পড়ুন Happy Valentine's Day 2019: বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন জয়া এহসান ?
প্রকাশিত হয়েছে দেব-রুক্মিণীর নতুন ছবি কিডন্যাপের প্রথম ছবি ৷ আর সেই ছবি দেখেই একটি পুরনো ছবির কথা মনে পড়ে গেল ৷ শ্যুটিং-এর ফাঁকে কী করেন দেব-রুক্মিণী সেটাও বোঝা গেল ৷ তাঁদের রোম্যান্স যে একেবারে দুষ্টু-মিষ্টি আবেগে ভরা তা পুরনো ছবিই বলে দেবে ৷ দেখুন ছবির এই সিনে প্রেমিকার আঙুলে নেলপলিশ লাগিয়ে দিচ্ছেন দেব ৷ শট টেকের পর দুজনে কী করছিল জানেন ? দেখুন সেই পুরনো ছবিটি যা দেব নিজেই পোস্ট করেছিলেন !
তাদের নতুন ছবির নাম কিডন্যাপ ৷ পরিচালনায় রাজা চন্দ ৷ ছবির সঙ্গীতের দায়িত্বে জিৎ গাঙ্গোপাধ্যায় ৷ প্রেম দিবসেই ঘোষণা এই কমার্শিয়াল ছবির ৷ আরও একবার প্রিয় নায়ককে পর্দা জুড়ে রোম্যান্স করতে দেখতে পাবেন দেব ভক্তরা !