সেই গুঞ্জন সত্যি করে গত ২০ মার্চ পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে তুলে নেন জনপ্রিয় তারকা দম্পতি তৃণা সাহা (Trina Saha) ও নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। তৃণমূলে যোগ দেওয়ার পর ২৫ মার্চ নীল-তৃণার প্রথম রোড শো করেন বাঁকুড়ার ছাতনার তৃণমূল প্রার্থী শুভাশীষ বটব্যালের সমর্থনে।
শনিবার (২৭ মার্চ) প্রথম দফার নির্বাচন (First Phase Election)। তার আগে বৃহস্পতিবার ছিল প্রচারের শেষ দিন। প্রচারের শেষ বিকেলে ছাতনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভাশীষ বটব্যালের সমর্থনে রোড শো করেন দু'জনে। জনপ্রিয় টেলি তারকা নীল-তৃণাকে দেখতে ছাতনায় মানুষের ঢল নামে। পাশাপাশি, এই রোড শো-কে ঘিরে এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।
এ দিন হুডখোলা গাড়িতে শুভাশীষ বটব্যালের পাশে দাঁড়িয়ে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে মিছিল। মিছিল ঘিরে এলাকার মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। শুধু মানুষের সমর্থন চাওয়া নয়, এ দিন 'খেলা হবে' ডিজের তালে নীল-তৃণাকে কোমর দোলাতেও দেখা গিয়েছে। তারকা জুটির সেই প্রচারের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।