তৃতীয় স্থানে রয়েছে 'খড়কুটো'। এই ধারাবাহিকে আবার গুনগুনের বিয়ে হচ্ছে। কিন্তু দ্বিতীয় বারের বিয়েটাও হচ্ছে সৌজন্যের সঙ্গে। আর তাই এসপ্তাহে 'খড়কুটো' নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহলও প্রবল। এই সপ্তাহে এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৭.৯। এর পরেই চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক 'যমুনা ঢাকি' (৭.৮)। গত দুই সপ্তাহে এই ধারাবাহিক ছিল তিন নম্বরে।
advertisement
পাঁচ নম্বরে এগিয়ে এসেছে স্টার জলসার 'শ্রীময়ী।' গত সপ্তাহে এটি ছিল আট নম্বরে। এর রেটিং পয়েন্ট ৭.৪। এর পরেই ছয় নম্বরে রয়েছে 'মহাপীঠ তারাপীঠ' যার রেটিং পয়েন্ট ৭। সপ্তম স্থানে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুটি ধারাবাহিক যথাক্রমে 'গঙ্গারাম' (৬.৯) ও 'কৃষ্ণকলি' (৬.৯)। আট নম্বরে ৬.৬ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে জি বাংলার ধারাবাহিক 'জীবন সাথী'। এর পরেই নবম স্থানে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি'। এর রেটিং পয়েন্ট ৬.৫। দশম স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'বরণ' (৬.৪)।
১) মিঠাই (১১.৫)
২) অপরাজিতা অপু (৯.৬)
৩) খড়কুটো (৭.৯)
৪) যমুনা ঢাকি (৭.৮)
৫) শ্রীময়ী (৭.৪)
৬) মহাপীঠ তারাপীঠ (৭)
৭) গঙ্গারাম, কৃষ্ণকলি (৬.৯)
৮) জীবন সাথী (৬.৬)
৯) করুণাময়ী রাণী রাসমণি (৬.৫)
১০) বরণ (৬.৪)