TRENDING:

Bengali Serial TRP: ফের বাংলা সিরিয়ালের শীর্ষে 'মিঠাই'! বিয়ের এপিসোডে এগিয়ে এল 'খড়কুটো', 'যমুনা ঢাকি' কততে

Last Updated:

এই সপ্তাহেও 'মিঠাই'-এর রেকর্ড ভাঙতে পারল না কেউ। আবার সেই বাংলা ধারাবাহিকের (Bengali TV serial) টিআরপি (TRP) তালিকায় শীর্ষে থাকল জি বাংলার 'মিঠাই'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এই সপ্তাহেও 'মিঠাই'-এর রেকর্ড ভাঙতে পারল না কেউ। আবার সেই বাংলা ধারাবাহিকের (Bengali TV serial) টিআরপি (TRP) তালিকায় শীর্ষে থাকল জি বাংলার 'মিঠাই'। এই সপ্তাহে এর রেটিং পয়েন্ট ১১.৫। গত তিন সপ্তাহের ধারা বজায় রেখেই দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলারই ধারাবাহিক 'অপরাজিতা অপু'। এর রেটিং পয়েন্ট ৯.৬। এই সপ্তাহে আবার অনেকটা এগিয়ে এসেছে স্টার জলসার 'খড়কুটো'।
advertisement

তৃতীয় স্থানে রয়েছে 'খড়কুটো'। এই ধারাবাহিকে আবার গুনগুনের বিয়ে হচ্ছে। কিন্তু দ্বিতীয় বারের বিয়েটাও হচ্ছে সৌজন্যের সঙ্গে। আর তাই এসপ্তাহে 'খড়কুটো' নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহলও প্রবল। এই সপ্তাহে এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৭.৯। এর পরেই চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক 'যমুনা ঢাকি' (৭.৮)। গত দুই সপ্তাহে এই ধারাবাহিক ছিল তিন নম্বরে।

advertisement

পাঁচ নম্বরে এগিয়ে এসেছে স্টার জলসার 'শ্রীময়ী।' গত সপ্তাহে এটি ছিল আ‌‌ট নম্বরে। এর রেটিং পয়েন্ট ৭.৪। এর পরেই ছয় নম্বরে রয়েছে 'মহাপীঠ তারাপীঠ' যার রেটিং পয়েন্ট ৭। সপ্তম স্থানে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুটি ধারাবাহিক যথাক্রমে 'গঙ্গারাম' (৬.৯) ও 'কৃষ্ণকলি' (৬.৯)। আট নম্বরে ৬.৬ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে জি বাংলার ধারাবাহিক 'জীবন সাথী'। এর পরেই নবম স্থানে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি'। এর রেটিং পয়েন্ট ৬.৫। দশম স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'বরণ' (৬.৪)।

advertisement

১) মিঠাই (১১.৫)

২) অপরাজিতা অপু (৯.৬)

৩) খড়কুটো (৭.৯)

৪) যমুনা ঢাকি (৭.৮)

৫) শ্রীময়ী (৭.৪)

৬) মহাপীঠ তারাপীঠ (৭)

৭) গঙ্গারাম, কৃষ্ণকলি (৬.৯)

৮) জীবন সাথী (৬.৬)

৯) করুণাময়ী রাণী রাসমণি (৬.৫)

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

১০) বরণ (৬.৪)

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: ফের বাংলা সিরিয়ালের শীর্ষে 'মিঠাই'! বিয়ের এপিসোডে এগিয়ে এল 'খড়কুটো', 'যমুনা ঢাকি' কততে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল