টিআরপির দৌড়ে স্টার জলসা অনেকটাই পিছনে ফেলে দিয়েছে জি বাংলা। চতুর্থ স্থানে রয়েছে 'কৃষ্ণকলি'। শ্যামা ও নিখিলের ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৭.৫। এর পরেই রয়েছে স্টার জলসার ধারাবাহিক খড়কুটো। এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৭.৪। গত সপ্তাহেও পঞ্চম স্থানে ছিল গুনগুন ও সৌজন্যের গল্প। তার পরেই ষষ্ঠ স্থানে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি'। এর রেটিং পয়েন্ট ৭.২। এর পরেই সপ্তম স্থানে রয়েছে 'মহাপীঠ তারাপীঠ'।
advertisement
রেটিং এর তালিকায় কিছুটা পিছিয়ে গিয়েছে 'শ্রীময়ী'। ৬.৯ রেটিং পয়েন্ট নিয়ে এই ধারাবাহিক রয়েছে অষ্টম স্থানে। একই রেটিং পয়েন্ট পেয়েছে 'গঙ্গারাম' (৬.৯)। এর পরেই নবম স্থানে রয়েছে 'জীবনসাথী' (৬.৫)। দশম স্থানে রয়েছে 'বরণ'। গত সপ্তাহে নবম স্থানে ছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৬.৩। তবে ধারাবাহিকের পাশাপাশি রিয়্য়ালিটি শোয়ের মধ্যে এগিয়ে রয়েছে জি বাংলার 'দিদি নম্বর ওয়ান' (৯.৪)। জি বাংলার 'ডান্স বাংলা ডান্স'-এর রেটিং পয়েন্ট ৭.১। অন্যদিকে স্টার জলসার রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ২ এর রেটিং পয়েন্ট ৪.৮।
১) মিঠাই- ১০.৮
২) অপরাজিতা অপু- ৯.০
৩) যমুনা ঢাকি- ৭.৮
৪) কৃষ্ণকলি- ৭.৫
৫) খড়কুটো- ৭.৪
৬) করুণাময়ী রাণী রাসমণি- ৭.২
৭) মহাপীঠ তারাপীঠ- ৭.১
৮) শ্রীময়ী ও গঙ্গারাম- ৬.৯
৯) জীবনসাথী- ৬.৫
১০) বরণ- ৬.৩