পায়েলের মতে, 'মধুজা নন্দী, রাত্রি, দ্বীপ, সুইটিরাই হল স্বাধীনতা দিবসের আসল আইকন। তাঁরা দীর্ঘদিন ধরে নিজেদের জেদকে অটুট রেখে যুদ্ধ করছেন।' অভিনয়ের পাশাপাশি, পায়েল সরকার বরাবরই নিজেকে ধরা দিয়েছেন সমাজসেবিকা রূপে আবার কখনও ইউটিউবারের ভূমিকায়। তিনি বরাবরই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অন্য ধরনের কাজ করতে চান। সমাজ যাঁদের দেখে ইতস্তত বোধ করে, স্বাধীনতার দিনে তাঁদের সঙ্গেই দীর্ঘ সময় কাটালেন অভিনেত্রী। পায়েলের কথায়, 'এই স্বাধীনতা দিবসে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য রইল একটা গ্র্যান্ড স্যালুট এবং তাঁদের স্বপ্ন আরও স্বাধীন হোক।'
advertisement
স্টার জলসায় 'ভালোবাসা ডট কম' ধারাবাহিকে চিনি চরিত্রে, 'প্রথমা কাদম্বিনী' ধারাবাহিকে বিলাসী চরিত্রে, 'কৃষ্ণ' ধারাবাহিকে রেবতী চরিত্রে দেখা গিয়েছে পায়েলকে। এছাড়াও কালারস বাংলায় 'বেনে বউ' ধারাবাহিকে আঁখি চরিত্রে, জি বাংলায় 'অদ্ভুতুরে'-তে পায়েল চরিত্রে, জি বাংলার 'অন্দরমহল'-এ রূপরেখা চরিত্রে সব থেকে বেশি মন কেড়ে নিয়েছে তাঁর অভিনয়। খুব শীঘ্রই 'সান বাংলা' চ্যানেলের একটি ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে।