ছবির গল্প এগিয়েছে একটি দলকে কেন্দ্র করে। কলকাতা থেকে একটা দল দূর গ্রামে পিকনিক করতে আসে একটা নার্সারি ফার্মে। নানারকম মানুষ সব, তাদের হাসিঠাট্টা, পিছনে লাগা, খামখেয়ালিপনা নিয়ে জমজমাট ব্যাপার। তারই মধ্যে সম্পর্কের চোরা টান, অতীতের দুঃসহ স্মৃতি উঁকি মারে কখনও কখনও। গ্রামে এসে তারা 'তরুলতার দিঘি'-র গল্প শোনে। সেখানে নাকি তরুলতার ভূত থাকে। একলা ছেলে কাছে পেলে ডুবিয়ে মারে। এদিকে হঠাৎ পথ অবরোধ। দলটির রাতে আর কলকাতা ফেরা হবে না, থেকে হলো সেই ভূতুরে জায়গায়।
advertisement
ছবির সংগীত পরিচালনা করেছেন উপল সেনগুপ্ত। গান গেয়েছেন চন্দ্রিল, অনিন্দ্য ও উপল নিজে ও আরো নামী শিল্পীরা। ট্রেলর লঞ্চ-এর অনুষ্ঠানে সকলেই তাক লাগিয়ে দিলেও বিশেষ করে বলতে হয় ইশা সাহার কথা। লাল রঙের লৌখনো চিকনের শাড়িতে তিনি হয়ে উঠেছেন আরো লাস্যময়ী। বাসবদত্তার ব্ল্যাক ড্রেসকেও কম নম্বর দেওয়া যায় না। সব মিলিয়ে জাঁকজমক করেই হলো ছবির প্রথম ঝলক মুক্তির অনুষ্ঠান।
আরও পড়ুন: এক চামচ চিনি মিশিয়ে শ্যাম্পু করুন, ঘন-চকচকে চুল আটকায় কে!