চুল নিয়ে আমরা প্রত্যেকেই কম-বেশি চিন্তিত। করোনার কালবেলায় খুব বেশি স্পা-স্যালোঁতে গিয়ে চুলের পরিচর্যা যেহেতু একটু কমে গিয়েছে, তাই বাড়িতেই নিতে হবে চুলের যত্ন। এক্ষেত্রে অনেকেই ভাবেন, বাইরে বেরনো কম হচ্ছে বলে শ্যাম্পুর পরিমাণ সপ্তাহে কমানোই ভালো। কিন্তু চুলের যত্নে শ্যাম্পু কিন্তু সপ্তাহে ২-৩ বার করতেই হবে (Hair Care Tips)।