রচনা বন্দ্যোপাধ্যায় এখন সঞ্চালিকা হিসেবেই সুপারহিট৷ দিদি নম্বর ১-র জন্য তিনি সব বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন৷ তবে তিনি অভিনেত্রী হিসেবেও খুবই সুপরিচিত৷ বাংলার পাশাপাশি হিন্দি এবং ওড়িয়া ছবিতেও তিনি কাজ করেছেন৷ অমিতাভ বচ্চনের নায়িকা হিসেবেও দেখা গিয়েছে তাঁকে৷ বয়সের কোনও ছাপই পড়েনি তাঁর শরীরে৷ তিনি যেন এভারগ্রিন৷ এখনও তিনি স্ক্রিনে সমান দাপুটে৷
advertisement
রচনা এখন সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়৷ এবং সেখানেও তাঁর পোস্ট ফলো করেন বহু মানুষ৷ এমনই এক পোস্টে তিনি ফাঁস করেছেন তাঁর সপ্তাহান্তের ডায়েট৷ তবে সাধারণ ভাবে নায়িকাদের ডায়েট বলতে যা বোঝেন সকলে, তেমন ডায়েটের কোনও ব্যাপারেই যেন নেই৷ একেবারে মন খুলে খানাপিনা চলছে অভিনেত্রীর৷ তিনি ঠান্ডা তরল পানীয়ে চুমুক যেমন দিচ্ছেন, তেমনই কামড় বসাচ্ছেন চিপস বা ব্রাউনিতে! অর্থাৎ মন ভরে খাচ্ছেন রচনা যেখানে ক্যালোরির কোনও চিন্তাই তিনি করছেন না৷ তাহলেই বুঝুন৷ এভাবেও নাকি এমন ঝরঝরে ফিগার ধরে রাখছেন দিদি নম্বর ওয়ান!