বৃষ্টির মরসুম৷ কখনও আকাশের মেঘ ভার তো কখনও ঝমঝমিয়ে বৃষ্টি৷ এমন সময় বহু পুরনো গানের সঙ্গে নেচে ওঠে মন৷ এর মধ্যে রয়েছে অনেক বলিউডের ছবির গান৷ যেমন অক্ষয় কুমার-রবিনা ট্যান্ডন জুটির সুপারহিট ছবি মোহরার জনপ্রিয় গান টিপ টিপ বর্ষা পানি! এই গানে রবিনার লাস্যময়ী রূপে ঘায়েল হয়েছিল বহু পুরুষ হৃদয়৷ এবার সেই গানের সুর সঙ্গী করে নেচে উঠলেন অপরাজিতা আঢ্য৷ যদিও তিনি কোনও রকম অনুকরণ করলেন না৷ একেবারে নিজের মতো করে কয়েক সেকেন্ডের ভিডিও পরিবেশন করলেন দর্শকদের৷
advertisement
পরনে শাড়ি, কপালে বড় টিপ আর লম্বা খোলা চুল৷ এটাই যেন অপার ট্রেড মার্ক স্টাইল৷ সদা হাস্যময়ী অপরাজিতা আঢ্য স্লো মোশনে ক্যামেরার সামনে ঘুরে দাঁড়ালেন বলিউডের জনপ্রিয় গানের সুরে৷ মুখে সেই চেনা হাসি, যা দেখে মন ভরে আট থেকে আশির৷ কোথাও যেন এভাবে ছোট ছোট ভিডিও দেখে মন ভাল হয় দর্শকদের৷ কারণ এখনও প্রায় ঘরে আটকে বহু মানুষ৷ বাড়ি থেকে চলছে নিত্য দিনের কাজকর্ম৷ তার মধ্যে এমন মিষ্টি ভিডিও সত্যিই এক ঝলক টাটকা বাতাসের মতো৷ আর এমন ভিডিও ভাইরাল না হয়ে পারে৷