তিন নম্বরে জায়গা করে নিয়েছে জি বাংলারই দুটি ধারাবাহিক 'উমা' ও 'করুণাময়ী রাণী রাসমণী'। 'উমা' ধারাবাহিকটি খুব বেশিদিন হয়নি শুরু হয়েছে। তবে এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। দুটি ধারাবাহিকেরই রেটিং পয়েন্ট ৭.৬। চার নম্বরে এই সপ্তাহে নেমে এসেছে 'অপরাজিতা অপু' যার রেটিং পয়েন্ট ৭.১। পাঁচ নম্বরে রয়েছে স্টার জলসার দুটি ধারাবাহিক 'খড়কুটো' ও 'ধুলোকণা'। দুটি ধারাবাহিকেরই রেটিং পয়েন্ট ৭। গত সপ্তাহেও এই দুটি ধারাবাহিকের একই রেটিং পয়েন্ট ছিল।
advertisement
ছয় নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাহিক 'সর্বজয়া'। এর রেটিং পয়েন্ট এই সপ্তাহে ৬.৮। সাত নম্বরে ৬.৭ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'মন ফাগুন'। আট নম্বরে রয়েছে জিবাংলার ধারাবাহিক 'আমাদের এই পথ যদি না শেষ হয়', যার রেটিং পয়েন্ট ৬.৩। এর পরেই নয় নম্বরে রয়েছে স্টার জলসার 'গঙ্গারাম'। এই সপ্তাহে 'গঙ্গারাম'কে রিয়্যালিটি শোয়ে গান গাইতে দেখা গিয়েছে। এর রেটিং পয়েন্ট ৬.২। এই সপ্তাহে অনেকটাই পিছিয়ে গিয়েছে জি বাংলার 'কৃষ্ণকলি'। ১০ নম্বরে রয়েছে 'কৃষ্ণকলি' ও স্টার জলসার 'শ্রীময়ী'। দুটিরই রেটিং পয়েন্ট ৫.৮। রিয়্যালিটি শোয়ের মধ্যে এগিয়ে আছে জি বাংলার 'ডান্স বাংলা ডান্স' ও 'দিদি নম্বর ওয়ান'।
একবারে দেখে নেওয়া যাক টিআরপি তালিকা-
১) মিঠাই- ১০.৬
২) যমুনা ঢাকি- ৭.৯
৩) উমা, করুণাময়ী রাণী রাসমণী- ৭.৬
৪) অপরাজিতা অপু- ৭.১
৫) খড়কুটো, ধুলোকণা- ৭
৬) সর্বজয়া - ৬.৮
৭) মন ফাগুন - ৬.৭
৮) আমাদের এই পথ যদি না শেষ হয় - ৬.৩
৯) গঙ্গারাম- ৬.২
১০) শ্রীময়ী, কৃষ্ণকলি- ৫.৮