অপরাজিতা আঢ্য বলছেন যে, 'আমার মা আর আমার মাঝখানে যে বসে আছে সে হলো সরস্বতী ওর মধ্যে লক্ষ্মীর অনেক গুণ।আজ মা যতদিন অসুস্থ হয়েছেন সেই ১৭ ফেব্রুয়ারি থেকে আমার মায়ের পরিষেবা দিচ্ছে মা কে সুস্থ করে তুলছে মা-কে নতুন করে হাঁটতে শিখিয়েছে তার সাথ মায়ের রাগ মায়ের বিরক্তি মায়ের এক কথা বার বার বলা সব কিছু মেনে নিয়ে রাতের পর রাত জেগে একই ভাবে মা-কে সরিয়ে তোলার চেষ্টা করছে আজ ও আছে বলেই এই কোভিড যেতে পারছি ও আছে বলেই রাতে একটু ঘুমোতে পারছি সত্যি কথা বলতে দ্বিধা নেই আমি আমার মায়ের এত সেবা নিজে কখনোই করিনি আমার অনেক ফ্যান কিন্তু আমি স্বরস্বতীর ফ্যান আমার চোখে ওরাই হিরো। আজ সরস্বতী রা আছে বলেই শুধু দেশে নয় বিদেশেও মানুষ নিশ্চিন্ত তার পরিবার বা বাবা মাকে দেশে রেখে। এই মানুষ গুলোর মূল্যায়ন টাকা পয়সায় হয় না।। কুর্ণিশ এদের প্রাপ্য'।
advertisement
এর পরই তিনি তাঁর মায়ের গলায় একটি গানও পোস্ট করেছেন৷ তাঁর মায়ের থেকে এই রবীন্দ্রসঙ্গীত তিনিও শিখেছেন, জানিয়েছেন অভিনেত্রী৷ এরপরই অপা (Aparajita Adhya mother sing) তাঁর মায়ের গলায় সেই গানটি পোস্ট করেন৷ গানটি হল, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে৷ গলা কাঁপছে বৃদ্ধার, কিন্তু সুর রয়েছে সঠিক এবং গানের শব্দও কোনও ভুব হচ্ছে না৷ মায়ের এই গান সকলের সামনে তুলে ধরে খুবই গর্বিত অভিনেত্রী৷ বোঝাই যাচ্ছে গানের মাধ্যমেই মায়ের কাছে সংস্কৃতি জগতে পা রাখার শিক্ষা পান অপা৷