মিঠাই আর সিদ্ধার্থের সম্পর্ক ভাল হোক, চায় না তোর্সা৷ ডিভোর্সে তার চাল কাজে আসেনি ঠিকই, কিন্তু তা বলে পিছু হঠার কোনও সম্ভাবনা নেই৷ বারবার মিঠাই আর সিদ্ধার্থের মাঝে সে চলে আসছে সে এবং ভাঙনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুরদস্তুর৷ সঙ্গে রয়েছে সোম৷ দু’জনে মিলে মিঠাই আর সিদ্ধার্থের মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করছে৷ তবে শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার৷ এক মাসের বিয়ের চ্যালেঞ্জের পর কী মিঠাইকে স্ত্রী হিসেবে মেনে নেবে সিদ্ধার্থ? আদতে বিয়ে ব্যাপারটা মেনে নেবে সে নাকি নিজের বিশ্বাসে অচল থাকবে? এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে৷
advertisement
তবে সে যাই হোক না কেন, সৌমিতৃষা ও তন্বীর বন্ধুত্ব চোখে পড়ার মতো৷ মাঝে মধ্যেই সেটের মধ্যে তারা ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷ একসঙ্গে সময় কাটান৷ তাদের সঙ্গে থাকেন কৌসম্বিও৷
এবার তন্বীর জন্মদিনে, সৌমিতৃষা তাঁকে শুভেচ্ছা জানালেন৷ তিনি লিখলেন, আমার জীবনের খুব দামী বন্ধুকে অনেক ভালবাসা৷ এক দেখাতেই আমাদের বন্ধুত্ব হয়ে গিয়েছে৷ জন্মদিনের অনেক শুভেচ্ছা ট্যান!
সৌমিতৃষা তন্বীকে আদর করে ট্যান বলে ডাকেন, এটাও জানলেন সকলে৷ আর এখানেই শেষ নয়, গতকাল রাতে কেক কেটে সেলিব্রেশনও হয়েছে৷
কেক কাটা হয়েছে গাড়িত, মাঝ রাস্তায়! আর সেখানেই একে অপরকে কেক খাইয়ে দেওয়াও হয়েছে৷
সঙ্গে মুখেও মাখানো হয়েছে কেকের ক্রিম!