TRENDING:

লাল পেড়ে সাদা শাড়িতে মা’কে বরণ, স্বামীর সঙ্গে জমিয়ে সিঁদুর খেললেন ‘শ্যামা’

Last Updated:

লাল পেড়ে সাদা শাড়িতে, স্বামী সুবানের সঙ্গে বরণ করে নিলেন মা’কে । তারপর জমিয়ে সিঁদুরও খেললেন ‘কৃষ্ণকলি’ শ্যামা ওরফে তিয়াশা রায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলার ঘরে ঘরে তিনি পৌঁছে গিয়েছেন অনেক আগেই ৷ খুবই জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা রায় ৷ তবে তাঁকে সকলে চেনেন ‘কৃষ্ণকলি’র শ্যামার নামেই৷ সন্ধে হলেই আম-বাঙালির টোখ সেঁটে যায় টিভির পর্দায় প্রিয় চরিত্র নিখিল আর শ্যামার সংসার ও তাঁদের জীবনের উত্তান-পতন দেখতে ।
advertisement

এই তো কিছুদিন আগেই শ্যামা থুড়ি তিয়াশা পালন করেছেন তাঁর তিন বছরের বিবাহবার্ষিকী । অভিনেতা সুবান রায় তাঁর স্বামী । সুবানের সঙ্গে কেট কেটে, জমিয়ে খাওয়াদাওযা করে, হৈ হুল্লোড় করে, পোজ দিয়ে ছবি তুলে আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায় । তাঁদের সুখী দাম্পত্য যেন উপচে পড়ছিল সেই ছবিগুলোয় ।

এরপরেই এল পুজো । আর পুজো মানেই পরিবারের সঙ্গে, আনন্দে, খুশিতে ভেসে যাওয়া । সকলের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেওয়া । আর এর ব্যতিক্রম নন তারকারাও । যতই ব্যস্ততা থাকুক না কেন, পুজোর দিন ক’টা পরিবারের সঙ্গেই হুল্লোড় করে কাটাতে ভালবাসেন তাঁরাও ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

আর বিষেশ করে দশমীর দিনটা তো যে কোনও বিবাহিত মেয়ের কাছেই খুব স্পেশ্যাল । মা’কে বরণ করে সিঁদুর খেলা.... এর তাৎপর্যই যেন আলাদা । বাদ গেলেন না তিয়াশাও । লাল পেড়ে সাদা শাড়িতে, স্বামী সুবানের সঙ্গে বরণ করে নিলেন মা’কে । তারপর জমিয়ে সিঁদুরও খেললেন । আর দশমীর সিঁদুর খেলার পর জমিয়ে ফোটোসেশন হবে না তাও কী হয়? ছবি তুলে তা পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায় ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
লাল পেড়ে সাদা শাড়িতে মা’কে বরণ, স্বামীর সঙ্গে জমিয়ে সিঁদুর খেললেন ‘শ্যামা’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল