শুভশ্রী লিখেছেন 'শুভ জন্মদিন জান৷ এই এক বছরে তুমি আমার মধ্যে এক মায়ের জন্ম দিয়েছ৷ তোমাকে প্রাণভরা ভালবাসা, আমার সোনা..'.সত্যিই তো এক বছরে এক নতুন পরিচয় তৈরি হয়েছে অভিনেত্রী শুভশ্রীর জীবনে৷ তিনি বাংলা ইন্ডাস্ট্রির নামি নায়িকা, রাজ চক্রবর্তীর ঘরণী, আর এখন তিনি ইউভানের মা৷ জীবনে পূর্ণতা পেয়েছেন তিনি৷
advertisement
অন্যদিকে বাবা রাজ চক্রবর্তীও ছেলের জন্মদিনে লিখেছেন শুভেচ্ছা বার্তা৷ তিনি লিখেছেন যে, 'তুমি আমার গর্ব, আমার ভালবাসা, আমার পৃথিবী, আমার সবকিছু৷ প্রথম জন্মদিনে অনেক শুভেচ্ছা৷' পুরীর সমুদ্র সৈকতে ইউভানের একটা মিষ্টি ছবি বেছে নিয়েছেন এই শুভেচ্ছা বার্তার জন্য৷
রাজ ও শুভশ্রীর এই পোস্ট এসেছে অসংখ্য লাইক ও কমেন্ট৷ সকলেই ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷
দু’দিন আগেই ছেলেকে নিয়ে তিনি ও রাজ গিয়েছিলেন পুরীতে, জগন্নাথ দর্শনে৷ অর্থাৎ জন্মদিনের আগে ছেলের আউটিং-ও হয়ে গেল একপ্রকার৷ তারপর ফিরে এসে শুভশ্রীর গুরুত্বপূর্ণ শ্যুট ছিল৷ তিনি এবার মহালয়ার দিন একটি জনপ্রিয় চ্যানেলে মা দূর্গা রূপে সামনে আসবেন দর্শকদের৷ তারই একটি ভিডিও শ্যুট হয়ে গেল এরই মধ্যে৷ যা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নায়িকা৷