ইনস্টাগ্রামে সাদা পোশাকে নিজের একটি ছবি পোস্ট করে ঋতাভরী লেখেন, "আমার এর মধ্যে বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। কিছুদিন আগেই আমার বড় দুটো অস্ত্রোপচার হয়েছে যা সবাই জানেন। এই মুহূর্তে আমি নিজের শরীর স্বাস্থ্য এবং অন্যান্য কাজ যা রয়েছে তাতে মন দিচ্ছি।
ঋতাভরী সেই পোস্টেই সাফ জানিয়ে দেন, বিয়ে নিয়ে আর কোন প্রশ্ন তিনি শুনতে চান না। প্রসঙ্গত সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে ঋতাভরীর। এর আগে ২০২০-তেও একটি একটি অস্ত্রোপচার হয়েছিল তার। আপাতত তাই শরীর স্বাস্থ্যের দিকে তিনি মন দিচ্ছেন।
তবে টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়। একজন মনের মানুষ রয়েছেন ঋতাভরীর। কিন্তু সেটা আর রহস্যই রাখতে চান অভিনেত্রী। অভিনেত্রীর ভক্তের সংখ্যা গুনে শেষ করা যায় না। তাই তিনি বিয়ের পিঁড়িতে বসলেন যে বহু ভক্তের মন ভাঙবে তা বলাই বাহুল্য। আর অন্যদিকে একের পর এক কাজও করছেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতাভরীর ছবি ফ্রেম। এছাড়াও শুভজিৎ মিত্রের পরিচালনায় মায়া মৃগ ও ছবিতেও কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গান করছেন ঋতাভরী। সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতাভরীর গান 'শাওন'। সব মিলিয়ে কেরিয়ার নিয়ে বেশ ভালোই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। আর তাই এত কাজের মধ্যে বিয়ে করার কোনও পরিকল্পনা তার নেই।