প্রিয়াঙ্কা ভট্টাচার্য বলছেন যে, 'আমি তখন লাদাখে৷ একা গিয়েছি ট্যুরে৷ মা-বাবা ফোনে বলছেন যে আমার জন্য পাত্র খুঁজে নিয়েছেন৷ আমি ফিরে এলেই তার সঙ্গে আমার দেখা করিয়ে দেবেন৷ এ সব শুনে আমি অবাক তো হয়েছিলামই সঙ্গে ভয় পেয়েছিলাম৷ আমি একেবারেই বিয়ে করতে চাই না৷ কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না যে ওঁরা কেন এমন করছেন৷ আমি একা বেড়াতে গিয়েছি বলে কি ওঁরা রাগ করেছেন? মনে অনেক কিছু এসেছিল৷ তবে সঠিক কিছু বুঝে উঠতে পারিনি৷'
advertisement
এরপর কলকাতা ফিরে আসার পালা প্রিয়াঙ্কাj৷ মনে ভয় নিয়ে তিনি নামেন বিমানবন্দরে৷ বারবার মায়ের থেকে ফোন এসেছিল যে পাত্রকে নিয়ে তাঁরা অপেক্ষা করছেন বিমানবন্দরের বাইরে৷ এবং কথা মত সেখানেই মেয়ের হাত তুলে দেওয়া হবে পাত্রের হাতে! প্রিয়াঙ্কা বাইরে আসতেই চোখে পড়ে তাঁর ভাই মোবাইলে শ্যুট করছেন গোটা বিষয়টি৷ ক্যামারের সামনে যিনি সবসময় স্বচ্ছন্দ, সেই প্রিয়াঙ্কাই যেন ঘাবড়ে যান৷ তবে শেষ পর্যন্ত যা হল, তাতে উচ্ছ্বসিত হয়ে পড়েন সুন্দরী৷ তাঁর মা একটি দামী গাড়ির চাবি তুলে দেন তাঁর হাতে এবং বলেন, 'এই সঙ্গীকে তোমার জন্য বেছে নিয়েছি আমরা!' সামনে দাঁড়িয়ে বিলাশবহুল জ্যাগুয়ার গাড়ি৷ প্রিয়াঙ্কা নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি প্রথমে৷ ধীরে ধীরে নিজেকে সামলে নেন তিনি৷
জন্মদিনে বাবা-মা এমন উপহার দিয়ে চমক দেবেন, ভাবতেও পারেননি নায়িকা৷ অভিনয় যাঁর পেশা, তাকেই নিজেদের জবরদস্ত অভিনয়ে চমকে দিলেন তাঁর বাবা ও মা!