TRENDING:

Nusrat Jahan| Yash Dasgupta|| যশই কি ঈশানের বাবা? সন্তানের পিতৃপরিচয় জানিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন নুসরত

Last Updated:

Nusrat Jahan| Yash Dasgupta: 'সন্তানের বাবাই জানেন বাবা কে? আপাতত যশ আর আমি দারুন অভিভাবকত্বকে উপভোগ করছি। দু'জনে খুবই ভাল সময় কাটাচ্ছি।' জানালেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'সন্তানের বাবাই জানেন বাবা কে? আপাতত যশ (Yash Dasgupta) আর আমি (Nusrat Jahan) দারুন অভিভাবকত্বকে (Parenthood) উপভোগ করছি। দু'জনে খুবই ভাল সময় কাটাচ্ছি। মাতৃত্ব (Motherhood) উপভোগ করছি পুরোদমে।' মা (New Mom Nusrat Jahan) হওয়ার ১৩ দিনের মাথায় প্রথম জনসমক্ষে এসে প্রথমবার তাঁর সন্তানের বাবার পরিচয় প্রসঙ্গে কথা বললেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। আজ সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের জবাবে বাবার নাম সরাসরি না বললেও, প্রকারান্তরে যশের সঙ্গে ভাল সময় কাটানোর কথা বলে সেই ইঙ্গিতই সম্ভবত দিয়ে দিলেন নুসরত (Nusrat Jahan)। তবে যশকে সরাসরি ঈশানের অভিভাবক হিসেবে জানিয়েছেন নুসরত।
advertisement

আরও পড়ুন: সমুদ্র সৈকতে ছোট্ট ইউভান, ছেলের মজার কীর্তি নিয়ে হাজির রাজ-শুভশ্রী, দেখুন পুরী অ্যালবাম...

প্রথম সন্তান (Yishaan) ভুমিষ্ঠ হওয়ার পরে বুধবার সন্ধ্যায় শহরের একটি ইভেন্টে যোগ দেন অভিনেত্রী। সেখানেই উদ্বোধন পর্ব (Inauguration Ceremony) সেরে সাংবাদিকদের মুখোমুখি হন। মাতৃত্ব (Motherhood) উপভোগ-সহ সন্তানের বাবার পরিচয়, সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেন একেবারে হাসিমুখে। নুসরত বলেন, 'মাতৃত্ব খুবই উপভোগ করছি। আমি এবং ঈশান দু'জনেই শারীরিকভাবে সুস্থ। তবে এখন জীবনের ইতিহাস, ভূগোল সবটাই বদলে গিয়েছে। সবটাই এখন ওকে ঘিরে।' এরপর সন্তানকে প্রকাশ্যে আনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে অকপটে নুসরতের জবাব, 'ঈশানের বাবা চাইলে তবেই তাকে দেখতে পাওয়া যাবে। আপাতত ছেলেকে সবথেকে ভাল সামলাচ্ছে তার বাবা।' নুসরত সন্তানের পিতৃপরিচয় নিয়ে কৌতুহলের প্রসঙ্গে বলেন, এটা খুব অদ্ভুত প্রশ্ন। এই প্রস্ন অরে একজন মহিলার চরিত্রে কালো দাগ লাগানোর চেষ্টা করা হয়। যিনি বাবা তিনি নিজেই জানেন।'

advertisement

আরও পড়ুন: ছেলে হওয়ার পরে আরও জমেছে প্রেম? যশের সঙ্গে মুভি ডেটে নুসরত! তুমুল ভাইরাল ছবি...

তবে নানা ভাবে যশের কথা উঠে এলেও, এ বারেও সরাসরি সন্তানের বাবার নাম জানাননি নুসরত। কিন্তু অভিভাবকত্বের প্রসঙ্গ আসতেই প্রেমিক অভিনেতা যশের নাম সামনে নিয়ে আসেন তিনি। তা হলে কি আকারে ইঙ্গিতে এ ভাবেই সন্তানের বাবার পরিচয় দিয়ে দিলেন নুসরত? সন্ধ্যার পর থেকে এই প্রশ্ন উঠেছে ঘুরে ফিরে। প্রসঙ্গত, গত ২৬ অগাস্ট মা হন অভিনেত্রী। পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। ছেলের নাম রেখেছেন ঈশান (Yishaan)।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan| Yash Dasgupta|| যশই কি ঈশানের বাবা? সন্তানের পিতৃপরিচয় জানিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন নুসরত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল