দেখা যাচ্ছে, হেয়ার ড্রেসিং এর সময়ে বা স্টাইলিস্ট তাঁকে সাজানোর সময়ে তিনি জল পান করছেন। আর জল খাওয়ার সময়ে মিমি জল খাওয়ার উপকারিতাও বলে দেন ফলোয়ারদের। অভিনেত্রীর কথায়, প্রচুর জল খান। ড্রিঙ্ক ওয়াটার, স্টে হাইড্রেটেড।
একই কায়দায় দিন কয়েক আগে আম খাওয়ার ভিডিও শেয়ার করেছিলেন মিমি। সেই ভিডিওয় দেখা যাচ্ছিল, বঙ্গবধূর বেশে চোখ বুজে আমের রসাস্বাদন করছেন অভিনেত্রী। মিমি ভিডিওয় জানান, ঠিক এভাবেই খেতে হয় আম। কাঁটা দিয়ে বা চামচ দিয়ে নয়, চোখ বুজে মগ্ন হয়ে আমে কামড় বসাতে হয়। সেই আম খাওয়ার ভিডিও দেখে যে তাঁর অনুরাগীরাও প্রভাবিত হয়েছেন তা বলাই বাহুল্য। নেটিজেনরাও মুগ্ধ হয়েছেন সেই ভিডিওয়।
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানা রকমের ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি শহর কলকাতা ঘুরে দেখার ভিডিও শেয়ার করেছেন মিমি। সেই ভিডিওয় দেখা যাচ্ছে জিম শর্টস আর ব্যাগি টিশার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, কলকাতা আমি তোমায় ভালোবাসি। শুধু শ্যুটিং এর সময়ে মাস্ক খুলেছিলাম।