TRENDING:

Mimi Chakraborty: আম খাওয়ার পরে এবার জল পানের ভিডিও শেয়ার মিমির! সঙ্গে দিলেন হেলথ টিপস

Last Updated:

কিছুদিন আগেই চোখ বুজে মগ্ন হয়ে আমের আঁটি খাওয়ার ভিডিও পোস্ট করেছিলেন মিমি। এবার জল খাওয়া নিয়ে একটি ভিডিও করে পোস্ট করলেন মিমি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গ্রীষ্ম কাল মানেই ফলের বাজারে রমরমা। বিশেষ করে হিমসাগর থেকে গোলাপখাস, নানা রকমের আম খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বাঙালি। ব্যতিক্রমী নন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)। কিছুদিন আগেই চোখ বুজে মগ্ন হয়ে আমের আঁটি খাওয়ার ভিডিও পোস্ট করেছিলেন মিমি। মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ইনস্টাগ্রাম রিল। এবার জল খাওয়া নিয়ে একটি ভিডিও করে পোস্ট করলেন মিমি।
advertisement

দেখা যাচ্ছে, হেয়ার ড্রেসিং এর সময়ে বা স্টাইলিস্ট তাঁকে সাজানোর সময়ে তিনি জল পান করছেন। আর জল খাওয়ার সময়ে মিমি জল খাওয়ার উপকারিতাও বলে দেন ফলোয়ারদের। অভিনেত্রীর কথায়, প্রচুর জল খান। ড্রিঙ্ক ওয়াটার, স্টে হাইড্রেটেড।

একই কায়দায় দিন কয়েক আগে আম খাওয়ার ভিডিও শেয়ার করেছিলেন মিমি। সেই ভিডিওয় দেখা যাচ্ছিল, বঙ্গবধূর বেশে চোখ বুজে আমের রসাস্বাদন করছেন অভিনেত্রী। মিমি ভিডিওয় জানান, ঠিক এভাবেই খেতে হয় আম। কাঁটা দিয়ে বা চামচ দিয়ে নয়, চোখ বুজে মগ্ন হয়ে আমে কামড় বসাতে হয়। সেই আম খাওয়ার ভিডিও দেখে যে তাঁর অনুরাগীরাও প্রভাবিত হয়েছেন তা বলাই বাহুল্য। নেটিজেনরাও মুগ্ধ হয়েছেন সেই ভিডিওয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানা রকমের ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি শহর কলকাতা ঘুরে দেখার ভিডিও শেয়ার করেছেন মিমি। সেই ভিডিওয় দেখা যাচ্ছে জিম শর্টস আর ব্যাগি টিশার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, কলকাতা আমি তোমায় ভালোবাসি। শুধু শ্যুটিং এর সময়ে মাস্ক খুলেছিলাম।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Chakraborty: আম খাওয়ার পরে এবার জল পানের ভিডিও শেয়ার মিমির! সঙ্গে দিলেন হেলথ টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল