অন্য দিকে, দ্বিতীয় ছবি সাঁঝবাতির সূত্রে লীনা এবং শৈবালের সঙ্গে চমৎকার এক হৃদ্যতা হয়েছে বাংলা ছবির বর্তমান সময়ের সুপারস্টার দেবের (Dev)। সেই পথ বেয়ে খেলাঘরে এবার মুখ দেখাতে চলেছেন দেবও। নায়কের সাম্প্রতিক বিবৃতি অনুযায়ী সাঁঝবাতির চাঁদু আর ফুলির রসায়ন একটু অন্য ভাবে খেলাঘরেও ধরা দেবে। এই বক্তব্য সমর্থন করেছেন পাওলিও, জানিয়েছেন রুপোলি পর্দায় তাঁরা একে অপরকে ভালো দেখানো এবং ভালো অভিনয় করার ব্যাপারে সব দিক থেকে সাহায্য করেন, সে কথা মাথায় রেখেই মূলত লীনা এবং শৈবালের ছবিতে আবার তাঁরা জুটি বাঁধলেন।
advertisement
যদিও পাওলি এবং দেবের আবার জুটি বাঁধাই খেলাঘর ছবির একমাত্র চমক নয়। দেব জানিয়েছেন যে এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্রে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও (Srabanti Chatterjee)। ২০০৯ সালে দু'জনে (Dujone) ছবি দিয়েই বাংলার রুপোলি পর্দায় শুরু হয়েছিল তাঁদের জুটির পথ চলা, যা থমকে গিয়েছিল ২০১৪ সালের বুনোহাঁস (Buno Haansh) ছবিতে। ফলে এত দিন পরে শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে পেরে রীতিমতো আনন্দিত নায়ক। দেব সাফ জানিয়েছেন যে বাংলা ছবি শ্রাবন্তীকে বড় উপেক্ষা করেছে, খেলাঘর তার কিছুটা পূরণ করতে পারবে।
লীনা এবং শৈবালের এই তৃতীয় ছবি বর্তমান সময়ের প্রেক্ষাপটে জটিল এক সম্পর্ক এবং তার বিচিত্র গতির গল্প বলবে। এখনও পর্যন্ত কাজ চলছে চিত্রনাট্যের, সব ঠিক থাকলে চলতি বছরের অগস্ট-সেপ্টেম্বরে ছবির শ্যুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে পরিচালক জুটির বলে জানা গিয়েছে।