TRENDING:

Neel-Trina: ১০ বছরের প্রেম, বিয়ের ১০০ দিনও কাটল না! খুল্লামখুল্লা নতুন প্রেম করছেন অভিনেতা নীল ভট্টাচার্য

Last Updated:

বিয়ের তিন মাস কাটেনি। করোনার (Coronavirus) প্রকোপ এবং শুটিংয়ের (Shooting) চাপে হানিমুনে (Honeymoon) পর্যন্ত যেতে পারেননি নীল-তৃণা (Neel Bhattachariya-Trina Saha)। এরই মধ্যেই নীলের জীবনে এসেছে নতুন প্রেম (New Love)...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতাঃ দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন টলিউডের (Tollywood) দুই জনপ্রিয় তারকা অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattachariya) এবং অভিনেত্রী তৃণা সাহা (Actress Trina Saha)। সে দিক থেকে হিসেব করলে তাঁদের বিয়ের ১০০ দিন কাটেনি এখনও। করোনার প্রকোপ এবং শুটিংয়ের চাপে হানিমুনে পর্যন্ত যেতে পারেননি। এরই মধ্যেই নীলের জীবনে এসেছে নতুন প্রেম (New Love)...
তৃণা সাহা-নীল ভট্টাচার্য।
তৃণা সাহা-নীল ভট্টাচার্য।
advertisement

অবাক হলেও এটাই সত্যি। কোনও রিল লাইফেরর কথা বলা হচ্ছে না, এক্কেবারে রিয়েল লাইফে, বিয়ের দু'মাস ঘুরতে না ঘুরতেই নতুন প্রেমে মজেছেন নীল অর্থাৎ জনপ্রিয় কৃষ্ণকলি ধারাবাহিকের মূল চরিত্র নিখিল। আর সেই প্রেম শুরু হয়েছে নীল-তৃণার হানিমুনে (Honeymoon) যাওয়ার পর থেকে। ঠিকই ধরেছেন, বন্ধুদের সঙ্গে দার্জিলিংয়ে (Dsarjeeling) বেড়াতে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে এই নতুন প্রেম। রাখঢাক না রেখেই সেই প্রেমের কথা সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডেলে শেয়ার করেছেন নীল। নিশ্চই জানতে ইচ্ছা করছে, কে সেই প্রেমিকা? যাঁর জন্য দীর্ঘদিনের প্রেমিকা তথা বর্তমান স্ত্রী তৃণার সঙ্গে বিয়ে হওয়ার পরেও পাগল হয়ে গিয়েছেন নীল! খুল্লামখুল্লা প্রেম করে বেড়াচ্ছেন ...

advertisement

নীলের সেই প্রেমিকার নাম তৃণা সাহা। ঠিকই শুনছেন। ১০ বছরের পুরনো প্রেম দার্জিলিংয়ে গিয়ে আবারও নতুন করে শুরু হয়েছে। আড়চোখে দেখা, রেস্তোরাঁয় মনের মানুষ চা খেয়ে চলে যাওয়ার পরে সেই কাপের গায়ে লেগে থাকা লিপস্টিকে আলতো করে ঠোঁট ছোঁয়ানো সবই চলছে। আর সেই প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন বন্ধুরা।

বুধবার নীল একটি ভিডিও পোস্ট করেন, যেখানে খড়কুটো নায়িকা গুনগুনের সঙ্গে তাঁর নতুন করে প্রেম করার কথা স্বীকার করে নিয়েছেন নীল। ভিডিওর ক্যাপশনে নীল লিখেছেন, 'Our Love story❤️❤️' ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তে। তবে এই একটি নয়, দার্জিলিং ঘুরতে যাওয়ার শুরু থেকেই একের পর এক ভিডিও এবং ছবি শেয়ার করছেন নীল-তৃণা। প্রতিটি ছবিতেই দু'জনেরর কেমিশটড়ি নজর কেড়েছে নেটিজেনদের।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Neel-Trina: ১০ বছরের প্রেম, বিয়ের ১০০ দিনও কাটল না! খুল্লামখুল্লা নতুন প্রেম করছেন অভিনেতা নীল ভট্টাচার্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল