TRENDING:

Mimi Viral Video: চোখ বন্ধ করে আঁটি থেকে আম চুষে খাচ্ছেন মিমি চক্রবর্তী! বলছেন এটাই নিয়ম, ভিডিও ভাইরাল

Last Updated:

আম খাওয়ার জন্য কোনও ভনিতা না করে মেকআপ লুকেই কামড় বসালেন৷ আর বললেন এভাবেই খেতে হয় আম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আমের (Mango) মরসুম শেষের দিকে৷ হিমসাগর থেকে ল্যাংরা হয়ে এখন চৌসা,দশহরায় বাজার ছেয়ে গিয়েছে৷ আর আম প্রিয় বাঙালি এই সময়টা চুটিয়ে খান আম৷ এ রস থেকে বঞ্চিত থাকেন না তারকারাও৷ আমে ওজন বাড়ে, এই তথ্যকে দূরে সরিয়ে অভিনেতা-অভিনেত্রীরাও কামড় বসান আমে৷ কারণ মরসুমি এই ফল না খেলে যেন জীবনই বৃথা৷ তাই তো আমের রস চেটে পুটে খাচ্ছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty eats Mango)! পুরোদস্তুর মেকআপে রয়েছেন তিনি৷ কিন্তু আম খাওয়ার জন্য কোনও ভনিতা না করে মেকআপ লুকেই কামড় বসালেন৷ আর বললেন এভাবেই খেতে হয় আম৷ কায়দা করে চামক বা কাঁটা দিয়ে এই ফলের স্বাদ পাওয়া যায় না(Viral video)!
advertisement

আরও পড়ুন Koel Viral Video: রুমের দরজা বন্ধ করতেই পাল্টে গেলেন কোয়েল! ভিডিও ভাইরাল

একেবারে সত্যি কথাই বলেছেন তারকা সাংসদ৷ আমের টুকরো করে বা জুস করে খেলে যেন মন ভরে না৷ আম খেতে হয় একদম এভাবেই, যেভাবে দেখিয়েছেন মিমি চক্রবর্তী৷ গোটা আম হোক বা পিস করে কাটা হোক, হাতে তুলে নিয়ে চেটেপুটে এর রস আস্বাদন করতে হয়৷ তারপর আঁটিতে লেগে থাকা আমে আলতো করে কামড় বসিয়ে বা চুষে খেলেই সব থেকে বেশি মজা মেলে৷ ঠিক তেমনই করলেন মিমি চক্রবর্তী৷ এবং বললেনও যে এটাই আম খাওয়ার সঠিক পদ্ধতি৷ এমন ভিডিও দেখে মিমি ভক্তরা খুবই মজা পেয়েছেন৷ বিশেষ করে একজন অভিনেত্রীকে এভাবে আম খেতে দেখে যেন নেটিজেনরাও তৃপ্তি পেয়েছেন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুগন্ধে ভরছে গ্রামবাংলা! বাদশাভোগ ফলিয়ে লাভবান এগরার চাষিরা
আরও দেখুন

বাজারে আমের দাম এবার মোটের উপর ঘোরা ফেরা করেছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে৷ তবে এখন দাম কিছুটা বেড়েছে৷ কলকাতার বাজারে ৫০-৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে ল্যাংরা আম৷ আমের সময় শেষ হয়ে আসছে৷ তাই এখনও চুটিয়ে এই স্বাদ নিচ্ছে বাঙালি৷ ইতিমধ্যেই দেখা গিয়েছে আমের বিনিময় কূটনৈচিক সৌজন্য৷ ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রীর জন্য় প্রায় ২ হাজার ৬০০ কেজি হাড়িভাঙা আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কার্যত আমের মাধ্যমে সম্পর্ক আরও নিবিড় হচ্ছে প্রতিবেশী দুই বন্ধু দেশের।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Viral Video: চোখ বন্ধ করে আঁটি থেকে আম চুষে খাচ্ছেন মিমি চক্রবর্তী! বলছেন এটাই নিয়ম, ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল