বাজির ছবিতে জিত সঙ্গী করেছেন মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)৷ এই জুটি দর্শকদের পছন্দ হয়েছে৷ এই ছবির গান আয় না কাছে রে-র সুর দিয়েছেন জিত গঙ্গোপাধ্যায়(Jeet Ganguly)৷ গেয়েছেন নাকাশ আজিজ৷ বিদেশের মনোরম লোকেশন মিমি-জিতের নাচও দারুণ৷ কোরিওগ্রাফির দায়িত্বে জয়েশ প্রধান৷ ছবির প্রযোজক অভিনেতা জিত৷ বাজি ছবির ট্রেলার ও গান মুক্তি পেয়েছে আগেই৷ আবার সেই গানটি ইনস্টাগ্রামে পোস্ট করলেন জিত৷ বললেন, এখনও গানটি না দেখে থাকলে, তাড়াতাড়ি দেখুন৷ কিন্তু দেখবে কী, একের পর এক তুলোধনা করে কমেন্টে লিখতে থাকল অনেকেই৷
advertisement
কোরিওগ্রাফটা খুব খারাপ বলছেন একজন৷ অন্য আর একজন জিত ভক্ত বলছেন যে, জঘন্য গান এটা৷ তাঁর মতে, তিনি চান জিতের থেকে আরও ভাল ছবি৷ অসুরের পর তিনি ভেবেছিলেন যে অভিনেতা জিত অন্যধরণের ভাল ছবি করবেন, কিন্তু তা না করে সেই বস্তা পচা সব ছবি করছেন দেখে দারুণ চটেছেন অনেক ভক্ত৷ তবে এটাও ঠিক জিতকে এমন অবতারে দেখতে পছন্দও করেছেন অনেকে৷ যদিও বিরুপ মন্তব্য নিয়ে মুখে কুলুপ অভিনেতার৷