নবান্নের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী বন্ধ থাকছে সিনেমা হল। করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই দ্বিতীয় ঢেউয়ের প্রথম থেকেই বন্ধ রয়েছে সিনেমা হল। এই নতুন নির্দেশিকাতেও সেই কড়া বিধিনিষেধ শিথীল না করারই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
সিনেমা ও টেলিভিশন ধারাবাহিকের শ্যুটিং এর ক্ষেত্রেও বজায় থাকছে বিধি নিষেধ। ইনডোর শ্যুটিং হোক বা আউটডোর, দুই ক্ষেত্রেই রয়েছে করোনা বিধি। শ্যুটিং-এ ৫০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না বলে জানিয়েছে নবান্ন। এছাড়াও যাঁরা শ্যুটিং-এ উপস্থিত থাকবেন তাঁদের টিকাকরণ হয়েছে কি না দেখা হচ্ছে। প্রত্যেকেই যাতে মাস্ক পরে থাকেন, শারীরিক দূরত্ব বজায় থাকে এবং যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা থাকে সেই দিকে নজর রাখা হবে।
advertisement
অন্যদিকে গানের রেকর্ডিং স্টুডিওতেও সর্বাধিক ১০ জন মিউজিশিয়ান উপস্থিত থাকতে পারবেন। এছাড়া অন্যদিকে স্পা সুইমিংপুল বন্ধ থাকবে। জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা সকাল ৬টা থেকে সকাল দশটা পর্যন্ত সুইমিংপুল ব্যবহার করতে পারবেন।