TRENDING:

Raj Chakraborty Niece: সমুদ্রের পাড়ে অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রাজের ভাগ্নি! ভিডিও দেখেই সমালোচনার ঝড়

Last Updated:

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ট মুহূর্তের ছবি এবং ভিডিওকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রে সৃষ্টি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজ চক্রবর্তীর ভাগ্নি সৃষ্টি পাণ্ডের ছবি ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত। রাজের প্রযোজনায় বেশ কিছু সিরিয়ালে অভিনয়ও করেছেন সৃষ্টি। তাঁর ব‍্যক্তিগত জীবন নিয়ে আগেও চর্চা হয়েছে। এবার প্রেমিকের সঙ্গে ঘনিষ্ট মুহূর্তের ছবি এবং ভিডিওকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রে সৃষ্টি।
সমুদ্রের পাড়ে অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রাজের ভাগ্নি! ভিডিও দেখেই সমালোচনার ঝড়
সমুদ্রের পাড়ে অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রাজের ভাগ্নি! ভিডিও দেখেই সমালোচনার ঝড়
advertisement

সেলেব মামা এবং মামিমার ভাগ্নি হিসেবে সৃষ্টি হিসেবে সৃষ্টির ব‍্যক্তিজীবন বরাবরই থেকেছে আতস কাঁচের তলায়। প্রেম নিয়ে কোনও দিনই রাখঢাক রাখেননি সৃষ্টি। প্রেমিক অনির্বান বিশ্বাসকে নিয়ে আগেও এর ছবি দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মামার সঙ্গে সহ-পরিচালকের কাজও করেছেন সৃষ্টি। তাঁর প্রেমিক অনির্বানও পেশায় অভিনেতা।

আরও পড়ুন: দ্বিতীয় বার মা হতে চলেছেন অনুষ্কা! বিরাট-পরিবারে চতুর্থ সদস্য, জোর গুঞ্জনে খুশির ফোয়ারা

advertisement

সম্প্রতি প্রেমিকের সঙ্গে সমুদ্রের ধারে ঘুরতে গিয়েছেন সৃষ্টি। ঘুরতে গিয়ে বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ‍্যাল মিডিয়ার পাতায় ভাগ করে নিয়েছেন সৃষ্টি। কখনও তাঁরা সমুদ্র পারে হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন। আবার কখনও আদর করে প্রেমিকের গালে চুমু এঁকে দিচ্ছেন । এইসব ছবি আর ভিডিও প্রকাশ‍্যে আসতেই রাজের ভাগ্নিকে নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এক নেটিজেন মন্তব্য করেছেন, “বিধায়কের ভাগ্নি হয়ে এমন ভাবে প্রকাশ্যে চুমু!”। আবার কেউ লিখেছেন, “প্রকাশ্যে এমন প্রেমলীলা করা কি ঠিক?”যদিও এমন সব মন্তব্যের বিরোধিতাও করেছেন অনেকে। যদিও কোনও মন্তব‍্যে কোনও প্রতিক্রিয়া দেননি সৃষ্টি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Raj Chakraborty Niece: সমুদ্রের পাড়ে অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রাজের ভাগ্নি! ভিডিও দেখেই সমালোচনার ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল