সেলেব মামা এবং মামিমার ভাগ্নি হিসেবে সৃষ্টি হিসেবে সৃষ্টির ব্যক্তিজীবন বরাবরই থেকেছে আতস কাঁচের তলায়। প্রেম নিয়ে কোনও দিনই রাখঢাক রাখেননি সৃষ্টি। প্রেমিক অনির্বান বিশ্বাসকে নিয়ে আগেও এর ছবি দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মামার সঙ্গে সহ-পরিচালকের কাজও করেছেন সৃষ্টি। তাঁর প্রেমিক অনির্বানও পেশায় অভিনেতা।
আরও পড়ুন: দ্বিতীয় বার মা হতে চলেছেন অনুষ্কা! বিরাট-পরিবারে চতুর্থ সদস্য, জোর গুঞ্জনে খুশির ফোয়ারা
advertisement
সম্প্রতি প্রেমিকের সঙ্গে সমুদ্রের ধারে ঘুরতে গিয়েছেন সৃষ্টি। ঘুরতে গিয়ে বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাগ করে নিয়েছেন সৃষ্টি। কখনও তাঁরা সমুদ্র পারে হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন। আবার কখনও আদর করে প্রেমিকের গালে চুমু এঁকে দিচ্ছেন । এইসব ছবি আর ভিডিও প্রকাশ্যে আসতেই রাজের ভাগ্নিকে নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
এক নেটিজেন মন্তব্য করেছেন, “বিধায়কের ভাগ্নি হয়ে এমন ভাবে প্রকাশ্যে চুমু!”। আবার কেউ লিখেছেন, “প্রকাশ্যে এমন প্রেমলীলা করা কি ঠিক?”যদিও এমন সব মন্তব্যের বিরোধিতাও করেছেন অনেকে। যদিও কোনও মন্তব্যে কোনও প্রতিক্রিয়া দেননি সৃষ্টি।
