বিয়ের ছয় মাসের মধ্যে যে এমন একটা ঘটনা ঘটে যাবে তা মোটেও ভাবতে পারেননি তিনি৷ বাবাকে হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছেন অভিনেত্রী৷ বাবাকে ছাড়া সাতদিন যে কীভাবে কাটিয়ে ফেললেন অভিনেত্রী তা নিজেও ভাবতে পারছেন না নায়িকা৷ এদিন স্মৃতির পাতা থেকে বাবার সঙ্গে বিয়ের সকালে গায়ে হলুদে তোলা একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী৷ পোস্টেই নিজের অনুভূতির কথা শেয়ার করেছেন নায়িকা৷ পোস্ট নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
সুদীপ্তা বিয়ের অ্যালবাম থেকে বাবার একটি ছবি শেয়ার করে লিখেছেন- ‘বাবা চলে যাওয়ার সাতদিন…বাবা…ও বাবা…বাবা…আর আমি ডাকবো না তোমায়…বাবা …ও বাবা…দরজাটা খোলো.. কখন থেকে দাঁড়িয়ে আছি…আমি আর তোমায় বোলবো না…!!বাবা…’এই পৃথিবীর সবথেকে কাছের এবং প্রিয় মানুষটি আমাদের ছেড়ে চলে গেছে…আর দেখা হবে না…কথা হবে না…তোমাকে ছুঁতে পারবো না কখনও…’এই পৃথিবীর সবথেকে কাছের এবং প্রিয় মানুষটি আমাদের ছেড়ে চলে গেছে…আর দেখা হবেনা…কথা হবেনা…তোমাকে ছুঁতে পারবোনা কখনো… আমিতো তোমায় ছুঁয়ে দেখলাম সেদিন…তোমার বুকে অনেকটা কষ্ট হয়েছিল আমি জানি….আদর করলাম …বাবা বাবা করে কত ডাকলাম…তুমিতো উঠলেনা…আমিতো তোমার জন্য অপেক্ষা করতাম হসপিটালে রোজ..আজ বোধয় তুমি একটু সুস্থ হবে…একটু হয়তো কথা বলবে…!!৪ঠা নভেম্বর।। আমার হাতটা বেশ শক্ত করেই ধরেছিলে কিছুক্ষন…কয়েকটা কথাও বলেছিলে…!!আর আমাদের উপস্হিতি তুমি টের পাওনি..কত ডেকেছি …তুমি বুঝতেও পারোনি..সবাই বোলছিলো বটে…তোমার অবস্থার অবনতির কথা..আমি আর দাদা বিশ্বাস করিনি..কঠিন এই লড়াই এর অবসান অনেকটাই ৯ই নভেম্বর হতেই শুরু হয়েছিল যা শেষ হলো ১০ই নভেম্বর বিকেল গডিয়ে তখন সন্ধ্যা …তুমি চলে গেলে…’রেখে গেলে তোমার বাবুল…॥ তোমার প্রিয় মানুষ …আমাদের ‘ম ‘তোমার বাবুলের প্রিয় মানুষ ‘চন্দ্রানি ‘ আর তোমার ‘মানি ‘ কে…বাবা…আর কোনদিন আমার জীবদ্দশায় তুমি আমায় মানি বলে না ডাকলেও, আমার কাছে তুমি ফিরে এসো…মানির বদলে শুধু ডেকো ‘মা’৷
আরও পড়ুন- বড়সড় বিপাকে পড়েছেন ইমন চক্রবর্তী, ওপার বাংলা থেকে সাহায্য চাইলেন গায়িকা, হঠাৎ হলটা কী?
আরও পড়ুন- ‘আমি যদি বিয়ে করতে চাই…’ ললিত মোদিকে নিয়ে বিস্ফোরক সুস্মিতা! মুখ খুলতেই তোলপাড়
সুদীপ্তার এই আবেগঘন পোস্ট দেখে চোখ জল চলে এসেছে অনুরাগীদের৷ বাবার সঙ্গে নায়িকার এই ছবি দেখেই সকলেই শোকাহত৷ আপাতত সৌম্য বক্সীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী৷ কিছুদিন আগেই ইউরোপ থেকে হানিমুন সেরে ফিরেছেন সুদীপ্তা৷ সুদীপ্তাকে শেষবার দেখা গিয়েছে ‘সোহাগ জল’ ধারাবাহিকে বেণী বৌদির চরিত্রে।