মা হতে চলেছে দ্যুতি। অথচ এখনও বিয়েই হয়নি তাঁর। ফলে চলছে টানটান উত্তেজনা। সিরিয়াল ছেড়ে এক মুহূর্ত ওঠার মতো পরিস্থিতি নেই নিয়মিত দর্শকদের। গল্পের এই সিরিয়াস মোড়েই দর্শকরা মজলেন মিমে। নীনা গুপ্তার মুখের জায়গায় দ্যুতি ওরফে শ্রীমার (Shreema Bhattacherjee) মুখ কেটে বসানো! নীনাও ছবিতে অন্তঃসত্ত্বা ছিলেন। অন্যদিকে, রাহুল ওরফে অনিন্দ্য চট্টোপাধ্যায় হাসিমুখে দ্যুতির পেটে হাত রেখেছেন। কারণ সিরিয়ালে রাহুলেরই সন্তানের মা হত চলেছে দ্যুতি।
advertisement
আরও পড়ুন: ২ থেকে ৩ হলেন টলিউড জুটি জিতু-নবনীতা! পাহাড় থেকে ফিরেই দিলেন দারুণ সুখবর...
বর্তমানে স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gantchhora) ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শ্রীমা। সিরিয়ালে যেভাবে তাঁকে দেখানো হচ্ছে, তাতে দ্যুতির (Shreema Bhattacherjee) উপর রেগে রয়েছেন দর্শকরা। কারণ, তাঁর জন্য সমস্যায় পড়তে হচ্ছে খড়ি অর্থাৎ শোলাঙ্কিকে।
আরও পড়ুন: 'বিশেষ বন্ধু'কে পাশে নিয়ে বেরোলেন 'মন্নত' থেকে! প্রেম করছেন সুহানা খান! তুমুল ভাইরাল ছবি...
শ্রীমা নিজেই মিমটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। লিখেছেন, ‘পোস্টার দেখে কিছুতেই হাসি থামাতে পারছি না। যাঁরা কষ্ট করে এটি বানিয়েছেন তাঁদের কুর্নিশ।’ একইসঙ্গে তিনি সবাইকে ধারাবাহিকটি দেখার জন্য ও এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
