দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। গোলপার্কের এক বহুতলে থাকতেন তিনি। রবিবার রাত থেকেই শরীর ক্রমশ খারাপ হতে শুরু করে। সোমবার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবারই শেষকৃত্য সম্পন্ন হয়। তারপর থেকে সামাজিক মাধ্যমে আজ নিজের কষ্ট ব্যক্ত করেন অভিনেত্রী।
advertisement
রচনা বন্দ্যোপাধ্যায়ের যারা দীর্ঘদিনের সহকর্মী, তাঁরা সকলেই জানেন বাবা ছিলেন তাঁর বন্ধুর মতো। স্বভাবতই বন্ধুসম বাবাকে হারিয়ে শোকে কাতর ইনি। জানা গিয়েছে, সোমবারেও অন্যান্য দিনের মতো কাজে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। শুটিং ছিল তাঁর। কিন্তু আচমকাই বাবর প্রয়াণে সমস্ত পরিকল্পনা বাতিল করেন তিনি। তারপর থেকে তাঁর কোনও পোস্ট চোখে পড়েনি। এ দিন দুপুরে বাবার ছবি দিয়ে মনের কথা ভাগ করে নেন বাংলা রিয়েলিটি শো'য়ের জগতের দিদি। এ দিন রচনার পোস্টের নিচে হাজার হাজার মানুষ তাঁকে শক্ত থাকার জন্য সাহস জুগিয়েছেন, অভিনেত্রীর বাবার আত্মার শান্তি কামনা করেছেন।