নীল-রোহন এবং রুবেলর নাচের কথা তাঁদের সোশ্যাল মিডিয়ায় দৌলতে এখন আর কারও অজানা নয়। অভিনয়ের ফাঁকে সুযোগ পেলেই ট্রেন্ডিং নানা গানের সঙ্গে পা মেলাতে দেখা যায় তাঁদের। বানান রিলস, যা দেখার জন্য ভিড় জমান তাঁদের ফ্যানরা। এ বারেও তার ব্যতিক্রম হল না। নীল-রোহন এবং রুবেলের আজকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন 'হট কেক'।
advertisement
নীলের জনপ্রিয় সিরিয়াল 'কৃষ্ণকলি' সম্প্রতি শেষ হয়েছে। বর্তমানে 'উমা' ধারাবাহিকের অভিমুন্য চরিত্রে অভিনয় করছেন। সেই শুটিং ফ্লোরে অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে প্রায়ই তাঁকে দেখা যায় রিলস ভিডিওগুলিতে। এ ছাড়া স্ত্রী তৃণাও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। ফলে প্রায় দিনই দু'জনের দেখা মেলে রিলস ভিডিওতে। যেখানেই যান দু'জনে, নাচের ভিডিও আপলোড করতে দেরী হয় না। ফলে নীল যে ভাল নাচতে পারেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: মেয়ের মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া, কোন কোন সেলিব্রিটি সারোগেসিতে সন্তান-সুখ পেয়েছেন? জানুন...
রুবেল অভিনয় করেন যমুনা ঢাকি সিরিয়ালের সঙ্গীত চরিত্রে। শ্যুটিং ফ্লোরে অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে প্রায়ই তাঁকে দেখা যায় নাচতে। রোহনের নাচ নিয়েও সকলের জানা। রোহন এই ই মুহূর্তে জি-বাংলার অপরাজিতা অপু ধারাবাহিকে কাজ করছেন রোহন। টিআরপি’র নিরিখে সেই ধারাবাহিকের জনপ্রিয়তা যথেষ্ট ওপরের দিকে।