ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছলেন অভিনেত্রী মুনমুন সেন। এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চাননি। অভিনেত্রীর সঙ্গে ছিলেন মেয়ে রাইমা সেন। মুনমুন সেন এবং রাইমা সেন দিল্লির থেকে ফিরে তাদের বালিগঞ্জ সার্কুলার রোডের ফ্ল্যাটে এসেছেন। এরপর পারিবারিক সিদ্ধান্ত নিয়ে ভারত দেব বর্মার শেষকৃত্য সম্পন্ন হবে। বেশ কিছু বিশিষ্টদের শেষশ্রদ্ধা জানাতে আসার কথা জানা গিয়েছে।
advertisement
দীর্ঘ ৪৬ বছরের দাম্পত্যে ইতি পড়ল৷ মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভরত দেব বর্মা৷ মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮৩ বছর৷ এদিন সকালে শরীরে অস্বস্তি শুরু হয়৷ তড়িঘড়ি করে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে খবর দিয়ে অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ৷ পিতৃহারা হলেন মুনমুনের দুই মেয়ে রিয়া ও রাইমা সেন৷ বাবাকে হারিয়ে শোকে পাথর দুই কন্যা৷
১৯৭৮ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মুনমুন সেন ও ভরত দেব বর্মা৷ কেরিয়ার তখন মধ্যগগণে, কোনও তারকাকে নয় বরং ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ভরত দেব বর্মাকে বিয়ে করেছিলেন নায়িকা৷ নিজে দাঁড়িয়ে মেয়েকে ভরতের হাতে তুলে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন৷ দীর্ঘদিনের দাম্পত্যে মুনমুনকে একা রেখেই না ফেরার দেশে পাড়ি দিলেন ভরত৷