রাত গড়াতেই আরও এক বিয়ের খবর প্রকাশ্যে। টলিউডের পর্দার জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
এতদিন তাঁদের সম্পর্কের কথা নিয়ে মুখ খোলেননি কেউই। তারই মধ্যে হঠাৎ টলিপাড়ার অলিগলিতে খবর, গাঁটছড়া বাঁধতে চলেছেন নায়ক-নায়িকা।
আরও পড়ুন: কাঞ্চন-শ্রীময়ীর রাসলীলা প্রকাশ্যে! নেচে মাতালেন দু’জনে, মুহূর্তে ভিডিও ভাইরাল
advertisement
সূত্রের খবর, আগামী ১৫ ডিসেম্বর বিয়ে হবে সৌরভ এবং দর্শনা। সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে আসর বসবে।
বর-কনের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। তাছাড়া সৌরভ এবং দর্শনার একাধিক কমন বন্ধু ছিল৷ যার ফলে ঘনিষ্ঠতা বাড়তে বেশি সময় লাগেনি। এবার টলিউড পাবে আরও এক তারকাদম্পতি। অপেক্ষা শুধু আগামী মাসের ১৫ তারিখের।