তাঁর বিয়েও হয়ে গিয়েছে। ছটফটে মনের একটি মেয়ে সে। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ।কখনও শাখা পলা পরে একেবারে মা দুর্গার মতো সেজে সকলকে জানাচ্ছেন পুজোর শুভেচ্ছা। আবার কখনও তিনি হট এন্ড সেক্সি। যদিও 'কৃষ্ণকলি' ধারাবাহিকে দেখানো হয়েছে শ্যামার দ্বিতীয় চরিত্র মাম মারা যাচ্ছে। অতএব ফের শুধু মাত্র শ্যামার চরিত্রেই অভিনয় করবেন তিয়াশা। শ্যামার গান থেকে কথা বলা, সংসারে সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মানুষকে টেনেছে সব সময়। এই সিরিয়ালের টিআরপিও সব সময় বেশি থেকেছে।
advertisement
তবে জানেন কি শ্যামা অর্থাৎ তিয়াশা খুব মজার একটি মেয়ে। শ্যুটিংয়ের ফাঁকে নানা রকম খুনসুটিতে মেতে থাকেন তিনি। সিরিয়ালের নায়ক নীল অর্থাৎ নিখিলের সঙ্গে তাঁর দারুণ বন্ধুত্বের সম্পর্ক। পর্দার বাইরে দু'জনে সারাক্ষণ নানা রকম ছেলেমানুষীতে মেতে থাকেন। নানা রকম মজার ভিডিও শ্যামা অর্থাৎ তিয়াশাকে পোস্ট করতে দেখা যায় তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সেখানেই কবেকদিন আগে দারুণ একটি বোল্ড ফোটোশ্যুটের ভিডিও পোস্ট করে সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রি। এবার তেমনই এক মজার ভিডিও শেয়ার করেছেন তিনি। হাতে শাখা, পলা, মাথা ভর্তি সিঁদুর। রয়েছেন শ্যামার বেশে। হঠাৎই 'মেরে জ্যায়সে লাখো মিলে হোঙ্গে তুঝকো পিয়া' গানে নাচতে শুরু করলেন তিনি। এই ভিডিও শেয়ার করেছেন তিয়াশা। আর মুহূর্তে সেই ভিডিও ভাইরাল। বহু মানুষ প্রশংসা করেছেন তাঁর।