মাঝে মধ্যেই নেট মাধ্যমে ফটোশ্যুটের ভিডিও পোস্ট করেন তিনি। আবার কখনও সেট থেকে মজার মজার ভিডিও পোস্ট করতে দেখা যায় শ্যামা ওরফে তিয়াশাকে। সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি তিয়াশার একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে হলুদ পোশাকে মোহময়ী হয়ে উঠেছেন তিয়াশা। কোনও ভাবেই সিরিয়ালের শ্যামার সঙ্গে মেলাতে পারা যাবে না এই নায়িকাকে। চোখে মুখে , উরুতে আবেদনে ভরা। মোহময়ী তিয়াশার থেকে যেন চোখ সরানো যাচ্ছে না।
এই ভিডিটি এখন তুমুল ভাইরাল। প্রসঙ্গত করোনার জন্য রাজ্য জুড়ে কার্যত লকডাউনে বন্ধ ছিল বাংলা ধারাবাহিক। সে সময় বাড়ি থেকে নিজেই মেক আপ করে, শ্যুটিং করে পাঠাতেন তিয়াশা। সে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে সকলকে। এবার আবার শ্যুটিং শুরু হলেও রয়েছে হাজার একটা বিধি-নিষেধ। তাই সতর্কতা মেনেই কাজ করছেন সকলে। তবে 'কৃষ্ণকলি' ধারাবাহিক কয়েকদিন আগেই ১০০০ পর্ব পার করেছে। তাই খুশির হাওয়া ধারাবাহিকের সেটে।