মাঝে মধ্যেই নেট মাধ্যমে ফটোশ্যুটের ভিডিও পোস্ট করেন তিনি। আবার কখনও সেট থেকে মজার মজার ভিডিও পোস্ট করতে দেখা যায় শ্যামা ওরফে তিয়াশাকে। সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি তিয়াশার একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ছেলে ও জামাইকে নিয়ে তুমুল নাচ জুড়েছেন শ্যামা।
লাল ব্লাউজ সবুজ শাড়ি পরে 'দেখ ফির হোতা হ্যায় কেয়া' একবার চেহরা হটাদে শরাবি...' গানে তুমুল নাচছেন তিয়াশা। তাঁকে সঙ্গ দিয়েছেন কৃষ্ণকলি ধারাবাহিকে তাঁর ছেলের চরিত্রে অভিনয় করা শিবা ও মেয়ের বর। তিনজনে মিলে তুমুল নাচ জুড়েছেন। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়েছে। তবে ভিডিও দেখে অনেকেই সমালোচনা করেছেন। কারণ 'কৃষ্ণকলি' ধারাবাহিকে এই মুহূর্তে নিখিল অসুস্থ। প্রোমোতে দেখানো হয়েছে পঙ্গু অবস্থায় রয়েছেন নিখিল। চেয়ারে স্বামীকে বসিয়ে নতুন লড়াইয়ের কথা বলছে শ্যামা। তার মাঝেই এই রকম নাচ দেখে, অনেক ভক্তই বলেছেন, নিখিলের এই অবস্থায় এসব কি করে করছে শ্যামা? যদিও সিরিয়ালের অন্ধ ভক্তরা মাঝে মধ্যে এমন কাণ্ড ঘটান যা সত্যিই মজার। বাস্তব জীবন এবং পর্দাকে তাঁরা মিলিয়ে ফেলেন। পর্দার ভিলেনকে সত্যিই খারাপ ভেবে নেওয়া হয়।