TRENDING:

Titanic Actor Death: 'টাইটানিক'-এর ক্যাপ্টেন আর নেই, ৭৯-তে প্রয়াত জনপ্রিয় অভিনেতা, কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে

Last Updated:

Titanic Actor Death: প্রয়াত হলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা তথা 'টাইটানিক'-ছবির ক্যাপ্টেন বার্নার্ড হিল৷ কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৯ বছর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফের দুঃসংবাদ বিনোদন জগতে৷ ২০২৪ সালের শুরু থেকেই সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ একের পর এক শোকসংবাদে সকলের মন ভারাক্রান্ত৷ প্রয়াক হলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা তথা ‘টাইটানিক’-ছবির ক্যাপ্টেন বার্নার্ড হিল৷ ‘টাইটানিক’-এ ক্যাপ্টেন এডওয়ার্ড ডে স্মিথ-এর চরিত্রে অভিনয় করে তিনি পরিচিত ছিলেন৷
প্রয়াত হলেন 'টাইটানিক'-এর ক্যাপ্টেন
প্রয়াত হলেন 'টাইটানিক'-এর ক্যাপ্টেন
advertisement

কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৯ বছর৷ চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটারে তাঁর দাপুটে অভিনয় ছিল নজরকাড়া৷ স্কটিশ লোকসঙ্গীত শিল্পী বারবারা ডিকসন সোশ্যাল মিডিয়ায় বার্নার্ডের মৃত্যুর খবরটি শেয়ার করেছেন৷ অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হলিউড ইন্ডাস্ট্রি৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

advertisement

কিংবদন্তি অভিনেতার মৃত্যুর খবর শেয়ার করে গভীর সমবেদনা জানিয়ে পোস্টে বারবারা ডিকসন লেখেন- বার্নার্ড হিলের মৃত্যুর খবরটি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি৷ আমরা জন, পল, জর্জ, রিঙ্গো এবং বার্ট উইলি রাসেলের এই দুর্দান্ত শো-তে একসঙ্গে কাজ করেছি৷ তিনি সত্যিই একজন দুর্দান্ত অভিনেতা৷ দেখে নিন পোস্টটি,

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

‘টাইটানিক’-ছবিতে ক্যাপ্টেনের চরিত্রে এবং দ্য লর্ড অফ দ্য রিংস-এ তাঁর অভিনয় আজীবন সকলের মনে গেঁথে থাকবে৷ নিজের চরিত্র নিয়ে একাধিক এক্সপেরিমেন্ট করা অভিনেতা জটিল চরিত্রের জন্য ভূয়সী প্রশংসাও কুড়িয়েছেন৷ ‘দ্য লর্ড অফ দ্য রিংস’-ছবিতে কিং থিওডেনের চরিত্রে বার্নার্ডের অভিনয় ছিল বহুল চর্চিত। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন অনুরাগীরা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Titanic Actor Death: 'টাইটানিক'-এর ক্যাপ্টেন আর নেই, ৭৯-তে প্রয়াত জনপ্রিয় অভিনেতা, কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল