এবার এই কাস্টিং কাউচ নিয়েই মুখ খুললেন অভিনেত্রী টিসকা চোপড়া ৷ সম্প্রতি এক অনুষ্ঠানে টিসকা জানালেন, ঠিক কীভাবে এক জনপ্রিয় পরিচালকের হাত থেকে বেঁচেছেন তিনি !
টিসকার কথায়, ‘আউটডোর শ্যুটিং চলছিল ৷ আমরা সবাই ব্যস্ত ছিলাম ছবির শ্যুটিংয়ে ৷ আমি নজর করেছিলাম পরিচালকের আমার ওপর নজর রয়েছে ৷ বুঝেছিলাম, উনি ঠিক আমার থেকে কী চাইছিলেন ৷ আমার সন্দেহ শেষমেশ মিটল ষ শ্যুটিংয়ের পর পরিচালক আমাকে বলল, রাতের বেলা আমার ঘরে এস ৷ ডিনার করতে করতে চিত্রনাট্য নিয়ে কথা হবে ৷’
advertisement
টিসকা জানালেন, ‘আমি তখনই প্ল্যান করে ফেললাম ঠিক কী করা উচিত ৷ আমি একটা বড় ফুলের তোড়া কিনে, চকোলেট কিনে সোজা হাজির হলাম পরিচালকের রুমে ৷ ততক্ষণে আমি আমার রুমের সমস্ত ফোন কল গুলো পরিচালকের ঘরে ট্র্যান্সফর করে নিয়েছি ৷ ঠিক ওই সময়ই পরিচালকের ছেলে ফোন করে ৷ আর আমি তাঁকে জানাই, আমি পরিচালকের ঘরে আছি ৷ চিত্রনাট্য নিয়ে কথা হচ্ছে ! ব্যস, তারপরেই ব্যাপারটা খতম ! ছবি মুক্তি পায়৷ পরিচালক আমাকে আর কখনও বিরক্ত করেনি !’