গতবছর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে বাবা ঋষি কাপুরকে নিয়ে কিছু কথা বলেছিলেন রণবীর। পাশে ছিলেন আলিয়া, সেদিন চোখে জল ভরে এসেছিল 'রাজি' স্টারেরও! রণবীর বলেছিলেন, '' বাবা আমার কাছে নানারকম ইনসিকিওরিটি নিয়ে কথা বলে। জিজ্ঞেস করে, যখন আবার ফিরে আসবে তখন কি আবার কাজের অফার পাবে ? আবার অভিনয় করতে পারবে ? এটাই কাজের প্রতি প্যাশন, উন্মাদনা...''
advertisement
নিজমুখে স্বীকার না করলেও, রণবীর কাপুর- আলিয়া ভাটের প্রেমপর্ব কারওরই অজানা নয়। একবার একটি সাক্ষাৎকারে রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ঋষি জানান, '' এটা রণবীরের জীবন। ও কাকে বিয়ে করবে সেটা ওর সিদ্ধান্ত। আমার আলিয়াকে পছন্দ, নীতুর আলিয়াকে পছন্দ, রণবীরের আলিয়াকে পছন্দ! হয়ে গেল !'' তিনি আরও বলেন, '' আমি জাজমেন্টাল হতে পারিনা। আমার কাকু সামিজি, শষীজি নিজের জীবনসঙ্গী নিজে পছন্দ করেছিলেন, আমিও তাই করেছি। রণবীরেরও অধিকার আছে নিজের লাইফ পার্টনার নিজে বেছে নেওয়ার।''