TRENDING:

এই মানুষটিই আমার জন্য কেন পারফেক্ট? প্রয়াত স্বামী চিরঞ্জিবী সরজাকে নিয়ে পোস্ট স্ত্রী মেঘনার

Last Updated:

ঠিক এরকমই সময়, চিরঞ্জিবীর স্ত্রী মেঘনারাজের ইনস্টাগ্রামে দেখা মিলল একটি পোস্টের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: গোটা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও ভাবতেই পারছে না যে তাঁদের প্রিয় নায়ক চিরঞ্জিবী সরজা আর নেই ৷ মাত্র ৩৯ বয়সে যে এভাবে তাঁর জীবন স্তব্ধ হয়ে যাবে তাও ভেবে পাচ্ছেন না সিনেপ্রেমীরা ৷ তার ওপর চিরঞ্জিবী সরজার স্ত্রী অভিনেতী মেঘনারাজ, তাঁদের প্রথম সন্তান৷ সব মিলিয়ে এই শোক কঠিনতর হয়ে উঠেছে ৷
advertisement

ঠিক এরকমই সময়, চিরঞ্জিবীর স্ত্রী মেঘনারাজের ইনস্টাগ্রামে দেখা মিলল একটি পোস্টের ৷ যেখানে চিরঞ্জিবীর প্রতি তাঁর অগাধ ভালোবাসা উজাড় করে দিলেন মেঘনারাজ ৷

ইনস্টাগ্রাম পোস্টে চিরঞ্জিবী উদ্দেশ্যে মেঘনা লিখলেন, ‘মাঝে মধ্যে ভাবি এই মানুষ কেন এত সঠিক আমার জন্য ৷ তারপর ভাবি একটা বেঠিক ধাঁধাতেই সঠিক চিত্র পাওয়া যায় ৷’

advertisement

অভিনেতা চিরঞ্জিবীর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া গোটা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৷ সেই সময় হঠাৎ খবরে এল প্রয়াত অভিনেতা চিরঞ্জিবীর স্ত্রী অভিনেত্রী মেঘনারাজ মা হতে চলেছেন৷ খুব শীঘ্রই নাকি তাঁরা এ খবর ভাগ করে নিতেন তাঁদের ফ্যানদের সঙ্গে ৷ তবে সে আর হলো কোথায় ৷ প্রথম সন্তানকে নিজের চোখে না দেখতে পেয়েই চলে গেলেন চিরঞ্জিবী ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কন্নড় ছবি ‘চিরু’, ‘সিনগ্র’, ‘আম্মা আই লাভ ইউ’ তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছিল৷ তাঁর শেষ ছবি ‘রাজা মার্থান্ডা’র শ্যুটিং না শেষ করেই চলে গেলেন অভিনেতা চিরঞ্জিবী সরজা ৷ অভিনেতার অকাল মৃতুতে শোকের ছায়া দক্ষিণী সিনেমামহলে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
এই মানুষটিই আমার জন্য কেন পারফেক্ট? প্রয়াত স্বামী চিরঞ্জিবী সরজাকে নিয়ে পোস্ট স্ত্রী মেঘনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল