TRENDING:

Shovan Ganguly: গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের বোন কিন্তু তাবড় রাজনীতিক, লোকসভা নির্বাচনের প্রার্থী! চেনেন?

Last Updated:

Shovan Ganguly: গায়ক শোভন গাঙ্গুলী দীপ্সিতা ধরের মাসতুতো দাদা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টলিপাড়ায় শোভন গঙ্গোপাধ্যায় বেশ পরিচিত এক নাম। জনপ্রিয় রিঅ্যালিটি শো থেকে তাঁর উত্থান। সিনেমায় প্লেব্যাক করার পাশাপাশি তিনি নিজস্ব গানের অ্যালবামও বের করেছেন। তবে এখনও অবশ্য তিনি চর্চায় রয়েছেন সোহিনী সরকারের সঙ্গে তাঁর প্রেমের কারণে। শোভন গঙ্গোপাধ্যায়ের বোন কিন্তু তাবড় রাজনীতিক, লোকসভা নির্বাচনের প্রার্থী! চেনেন?
advertisement

দীপ্সিতা ধরই হলেন শোভনেপ বোন। বোনের জন্মদিনে ছবি শেয়ার করে শোভন লিখেছেন, “শুভ জন্মদিন বোনু। ফ্রম দাদান।” মোট চারটে ছবি শেয়ার করেছেন শোভন। নানা বয়সের নানা মুহূর্তের ছবি। এর আগে বোনের হয়ে প্রচারে গান বাঁধতে শোনা গিয়েছিল তাঁকে।

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। শ্রীরামপুর থেকে সিপিএমের টিকিটে লড়বেন দীপ্সিতা ধর। প্রসঙ্গত এর আগে ভোটে দাঁড়িয়েছিলেন দীপ্সিতার মাও। হাওড়া ৪১ নং জেলা পরিষদে সিপিআইএম প্রার্থী হন তিনি। মায়ের হয়ে প্রচারে নামেন মেয়েও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে গায়ক শোভন গঙ্গোপাধ‍্যায় এবং নায়িকা সোহিনী সরকার প্রেম করছেন। বেশ কয়েকমাস ধরেই টলিপাড়ার আকাশে বাতাসে ভাসছে এমন খবর। যদিও দুই তারকার কেউই এই ব‍্যাপারে বিশেষ কিছুই বলেননি। তবে এবার লুকোছাপা সরিয়ে সকলের সোশ‍্যাল মিডিয়ায় ছবি দিলেন শোভন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shovan Ganguly: গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের বোন কিন্তু তাবড় রাজনীতিক, লোকসভা নির্বাচনের প্রার্থী! চেনেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল