অভিনেতার শেষকৃত্যে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, অর্জুন কাপুর, ফারহান আখতার, শিল্পা শেঠি, শেহনাজ গিল, অভিষেক বচ্চন, সিকন্দর খের, সলমন খান।
দিল্লির গুরুগ্রামে গিয়েছিলেন একটি কাজে। সেখানেই হার্ট অ্যাটাক হয় তাঁর। হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সতীশের। ময়নাতদন্তের পর শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় অভিনেতার দেহ।
advertisement
আরও পড়ুন: ছেলের মৃত্যুতে ভেঙে পড়েন সতীশ কৌশিক, সারোগেট মায়ের সাহায্য়ে ফের বাবা হন অভিনেতা
জানা যায়, গুরুগ্রামে এক বন্ধুর বাড়িতে গিয়ে শরীর খারাপ হয় সতীশ কৌশিকের । শরীর অসুস্থ বোধ করায় বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে পড়েন রাত ১টা নাগাদ। নিজেই বিপদ বুঝে চালককে বলেন হাসপাতালে নিয়ে যেতে। হঠাৎই গাড়িতে তাঁর শরীর খুব খারাপ হতে শুরু করে।
আরও পড়ুন: মধ্যরাতে চলন্ত গাড়িতে হার্ট অ্যাটাক সতীশ কৌশিকের, কী ঘটেছিল গুরুগ্রামে?
গাড়িতেই হার্ট অ্যাটাক হয়। সময় মতো হাসপাতালে পৌঁছানো গেল না বলে বাঁচানো যায়নি সতীশকে। ময়নাতদন্তে জানা গিয়েছে, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে অভিনেতার। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানা গিয়েছে।
