সম্প্রতি এক অনুরাগী অনুপম খেরের সঙ্গে হিথ লেজারের একটি কোলাজ শেয়ার করেন। একদিকে জোকার-এর ভূমিকায় হিথ। অন্যদিকে দ্য কাশ্মীর ফাইলস-এর (The Kashmir Files) অনুপম খের। তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন, "কিছু অভিনয় যা জীবনে ভোলা যাবে না।"
সেই কোলাজটি শেয়ার করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অনুপম খেরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। কঙ্গনা লিখেছেন, "শহরে নতুন ব্লকবাস্টার নায়ক। তবে ব্যতিক্রম হল, ইনি অভিনয়টা জানেন।"
advertisement
আরও পড়ুন- 'দ্য কাশ্মীর ফাইলস' এর রেটিং পড়ল IMDB-তে! ক্ষোভ প্রকাশ বিবেক অগ্নিহোত্রীর
এই কোলাজটি অনুপম খের নিজেও শেয়ার করেছেন টুইটারে। সঙ্গে লিখেছেন, "নাম প্রকাশ না করে যারা প্রশংসা করেন, খুব ভালো লাগে। কারণ এরা এখান থেকে কোনও সুবিধা পেতে চাইছে না। ধন্যবাদ আবার অজানা বন্ধু এটা বানানোর জন্য।"
প্রসঙ্গত, ১৯৯০ সালে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করা নিয়ে তৈরি এই ছবি (The Kashmir Files)। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী। এই ছবি দেখার পর বেশ কিছু রাজ্যে বিজেপি সরকার ছবিটিকে করমুক্ত করে দিয়েছেন। প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ছবি দেখার জন্য অফিস থেকে ছুটিও মিলছে অনেক জায়গায়।